বিবিধ
ট্রেন্ডিং

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ব্যানার, ছবি ,ফেসবুক স্টাটাস, উক্তি,রচনা,কবিতা ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস । ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার, ছবি, ফেসবুক স্টাটাস এবং উক্তি অনেকেই খুজে থাকেন তাদের জন্য আমরা এখানে বেশ কিছু ব্যানার, ছবি দিয়েছি যেগুলো আপনি ১৫ আগস্ট জাতিয় শোক দিবসের দিন ব্যবহার করতে পারবেন। ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙ্গালির জাতীর জনক স্বপরিবারে নিহত হন এবং এ কারনেই বাংলাদেশে প্রতিবছর ১৫ আগস্ট বাংলাদেশে পালিত হয় শোক দিবস । শোক দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন প্রতিযোগিতা এবং সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্গম প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ব্যানার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য অনেকেই ব্যানার খুজে থাকেন । যেহেতু সারাদেশেই বিভিন্ন সভা সমাবেশের আয়োজন করা হয়ে থাকে এই দিন তাই এই দিনে সকলেই ব্যানার খুজে থাকেন। এই অংশে আপনাদের জন্য কিছু সুন্দর ব্যানার এর ডিজাইন দেয়া হয়েছে যেগুলো আপনি সরাসরি ব্যানার হিসেবে ব্যাবহার করতে পারবেন।  

15-august-picture-3

15-august-picture
15-august-picture-5

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছবি

১৫ আগস্ট যেহেতু আমাদের শোক দিবস তাই অনেই ফেসবুকে এ উপলক্ষে ছবি দেন কিন্তু কি ধরনের ছবি দিতে হবে তা জানেন না, তারা এই অংশের যেকোনো ছবি ফেসবুক বা টুইটার এ শেয়ার করতে পারবেন । এছাড়া আপনি ইচ্ছা করলে এই ছবি গুলো আরো অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তাই যাদের ১৫ আগস্ট শোক দিবসের ছবি প্রয়োজন এখানে থেকে ডাউনলোড করে নিন। 

 

15-august-picture-6

 

15-august-picture-4\

 

15-august-picture-2

15-august-picture-1

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ফেসবুক স্টাটাস

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন অনেকেই তাদের ফেসবুকে বিভিন্ন ধরনের স্টাটাস দেয়। নিচের স্টাটাস গুলো আপনি ১৫ আগস্ট এর দিন ফেসবুক স্টাটাস হিসেবে দিতে পারবেন। শোক দিবসের অনেক ধরনের ফেসবুক স্টাটাস এখানে সংযুক্ত করা আছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়েও অনেক স্টাটাস এখানে সংযুক্ত করা আছে। আপনার কাছে যে স্টাটাস টি ভালো লাগে সেই স্টাটাস কপি করে তা ফেসবুক পোস্ট হিসেবে দিতে পারেন ।

 শোকাহত ১৫ ই আগস্ট 

জাতীয় শোক দিবস

 

===================================

“”তুমি জন্মছিলে বলেই 

জন্ম নিয়েছিল দেশ ,

মুজিব তোমার আরেকটি নাম 

 

স্বাধীন বাংলাদেশ……….।””

 

“এই বাংলার আকাশ-বাতাস

সাগর-গিরি ও নদী

ডাকিছে তোমারে বঙ্গবন্ধু,

 ফিরে আসতে যদি।”

 

“যতদিন রবে পদ্মা, মেঘনা

যমুনা বহমান

ততকাল রবে কীর্তি তোমার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

 

“হে বীর, হে মহানায়ক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,

তুমি মরতে পারো না “ তুমি যে বঙ্গবন্ধু”

তুমি ছিলে, তুমি থাকবে

আরো হাজার বছর বাঙালির

হৃদয়ের মনি কোঠায়।”

 

১৫.ই আগস্ট জাতীয় শোক দিবস।

_𝘽𝙤𝙣𝙜𝙤𝙗𝙤𝙣𝙙𝙝𝙪 𝙎𝙝𝙚𝙞𝙠𝙝 𝙈𝙪𝙟𝙞𝙗𝙪𝙧 𝙍𝙖𝙝𝙢𝙖𝙣

❝তোমার বাংলার মানুষ তোমাকে হারিয়ে এখনো খুঁজে ফিরে! তুমি ফিরে আসো

বারবারএই জনপদে ,জনমানে!

তুমি আছো তোমার বাংলার অস্তিত্বে চির অমলীন হয়ে।”

১৫ আগস্ট নিয়ে বিভিন্ন উক্তি 

১৫ আগস্ট নিয়ে অনেক উক্তি রয়েছে যেগুলো আপনি জেনে রাখতে পারেন আবার এ উক্তিগুলো ব্যবহার করতে পারেন ফেসবুক স্টাটাস হিসেবে। এই অংশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে যাবতীয় উক্তি দেয়া হলো।

 

“তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ,

মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ”

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন আমিন। 

 

১৫-ই আগস্ট, জাতীয় শোক দিবস।

ইতিহাসের পাতায় সবচেয়ে বর্বর, জঘন্য এবং নৃশংসতম হত্যাকাণ্ড এটি। জাতির পিতা বঙ্গবন্ধুসহ নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 

আর ঘৃণ্য এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত সকলের প্রতি রইলো একরাশ ঘৃণা।

 

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে

– ফিদেল কাস্ত্রো

 

আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।

– ফিদেল কাস্ত্রো

 

মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।

– উইলিবান্ট

 

 

ঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।

– জেমসলামন্ড

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।

– সাদ্দাম হোসেন

 

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল।

– ইউনেসকো

 

যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।

– হাসান মতিউর রহমান

 

শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।

-বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫

 

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।

– ফিদেল কাস্ত্রো

 

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।।

– গৌরী প্রসন্ন মজুমদার

 

আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য।

– ইয়াসির আরাফাত

শোকাবহ আগস্ট স্ট্যাটাস

শোকাবহ আগস্ট নিয়ে স্ট্যাটাস গুলো আপনাদের খুবই পছন্দের তালিকায় থাকে।  এখানে আরো কিছু শোকাবহ আগস্ট স্ট্যাটাস প্রদান করা হলো।

 

“তুমি মহান, তুমি বীর

তোমার মুক্তি দেখে শান্ত হয়,

মন প্রতিটি বাঙালির

তুমি আসবে ফিরে, তুমি তো আছোই বাঙালির হৃদয় জুড়ে” 

 

“যদি রাত পোহালে শোনা যেত,

বঙ্গবন্ধু মরে নাই,

তবে বিশ্ব পেত এক মহান নেতা

আমরা পেতাম ফিরে জাতির পিতা”

 

“সেদিনের সেই বিভীষিকাময় দিন,

ভুলিনি তো আমরা তোমায়

ঋণী থাকবো চিরদিন,

মুজিব তুমি বিশ্ব নেতা

বিশ্ব এ ভুবনে”

১৫ আগস্ট জাতীয় শোক দিবস রচনা পিডিএফ ডাউনলোড ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের বিদ্যালয়গুলোতে আয়োজন করা হয় অনেক প্রতিযোগিতার । ১৫ আগস্টের দিন যারা এ সকল প্রতিযোগিতায় অংশ নিবেন তাদের জন্য ১৫ আগস্টের রচনা জেনে নেয়া প্রয়োজন। তাদের সুবিধার্থে আমরা এখানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে রচনা দিয়েছি যা আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফরমেটে। 

 

শেষ কথা

আশা করছি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ব্যানার, ছবি ,ফেসবুক স্টাটাস, উক্তি,রচনা,কবিতা ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ব্যানার, ছবি ,ফেসবুক স্টাটাস, উক্তি,রচনা,কবিতা ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button