
১৮তম NTRCA সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০২৩, NTRCA সিলেবাস এবং পরীক্ষার তারিখ জানা গেছে। ১৮ তম NTRCA সার্কুলার অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ____। তারিখে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে___ তারিখ। ১৮ তম NTRCA সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং পরবর্তীতে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ১৮তম NTRCA সার্কুলারের বিস্তারিত এবং সিলেবাস নিয়ে আজকের এই নিবন্ধ।
যার ১৮তম NTRCA পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আবেদন চলবে ___ তারিখ হতে ___ ২০২৩ পর্যন্ত।
মেডিকেল (MBBS) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ । dghs.gov.bd
১৮ তম NTRCA সার্কুলার পিডিএফ ডাউনলোড ২০২৩
দেশের বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানসমূহ শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে এই ১৮ তম NTRCA ২০২৩ প্রকাশিত হয়। ১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। যে সকল পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: অক্টোবর ২০২৩ আবেদন শুরু: শীঘ্রই প্রকাশিত হবে আবেদন শেষ: শীঘ্রই প্রকাশিত হবে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: শীঘ্রই প্রকাশিত হবে প্রবেশপত্র ডাউনলোড লিংক: শীঘ্রই প্রকাশিত হবে লিখিত পরীক্ষার তারিখ: শীঘ্রই প্রকাশিত হবে ভাইভা পরীক্ষার তারিখ: শীঘ্রই প্রকাশিত হবে |
ntrca-gov-bd-4th-ntrca-apply-link
১৮ তম NTRCA বিজ্ঞপ্তি ২০২৩
১৮ তম NTRCA বিজ্ঞপ্তি ২০২৩ কবে প্রকাশিত হবে তা নিয়ে প্রার্থীদের আগ্রহ ছিলো অনেক বেশি। যে সকল শিক্ষার্থীরা ১৮ তম NTRCA বিজ্ঞপ্তি ২০২৩ এর প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা এখানে থেকে ১৮ তম শিক্ষম নিবন্ধন পরিক্ষার তারিখ , আবেদন পদ্ধতি এবং সকল তথ্য জানতে পারবেন। ১৮ তম শিক্ষক নিয়োগ পরিক্ষার সকল তথ্য প্রকাশ করে Result Insider BD ।
18th NTRCA Circular 2022 Download
১৮ তম NTRCA আবেদনের নিয়ম ২০২৩
১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করার জন্য অনুসরণ করতে হবে।
- প্রার্থীকে NTRCA.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে
- শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদ সিলেক্ট করে আবেদন ফরম ওপেন করতে হবে
- Online আবেদনপত্রে সাক্ষ্যর ও ছবি Upload করতে হবে। সাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) এবং ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) হতে হবে । অবশ্যই রঙ্গিন ছবি Upload করতে হবে।
- আবেদন ফরমের সকল তথ্য অবশই সঠিক ভাবে প্রদান করতে হবে। কোনো তথ্য ভুল ভাবে দিলে আবেদনপত্র পুনরায় সংশোধনের কোনো সুযোগ থাকবে না।
- ১৮ তম NTRCA সারকুলারে এ উল্ল্যেখিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে সে পদের জন্য আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তি তে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতাসমুহ দেয়া আছে।
- কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত ডিগ্রিকে উল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোন শিক্ষাগত যােগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি বা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বাের্ডে উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবেনা।
- Online এ আবেদনের প্রিন্ট কপি সংরক্ষন করতে হবে। সঠিকতা নিরুপনের প্রয়োজনে এই প্রিন্ট কপিটী প্রদর্শন করতে পারেন ।
- প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যােগ্য ও ইচ্ছুক সে পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয়/ বিষয়সমূহ হতে নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয় নির্ধারণ করবেন এবং তা Online আবেদনপত্রে উল্লেখ করবেন।
- প্রার্থীর নিজ নাম, পিতার নাম ও মাতার নাম এস.এস.সি অথবা সমমানের পরীক্ষা পাশের সনদে যেভাবে উল্লেখ করা আছে ঠিক সেভাবেই আবেদনপত্র দিতে হবে।
- Online আবেদনের সময় প্রার্থী যে ফোন নম্বর প্রদান করবেন সে ফোন নম্বরে ১৮ তম NTRCA পরিক্ষা সম্পর্কিত সকল মেসেজ/এসএমএস প্রদান করা হবে ।
১৮ তম NTRCA পরিক্ষার ফি প্রদানের নিয়মাবলি ২০২৩
- Online-এ আবেদনপত্র(Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে
- নির্ভুলভা আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন ।
- উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিট অথবা download করেসংরক্ষণ করবেন। Applicant’s কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করেপরীক্ষার ফি বাবদ নির্ধারিত ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন।
প্রথম SMS: NTRCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: NTRCA<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৩
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা আবেদন করবেন তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই সিলেবাস । এটি আপনাকে ১৮ তম শিক্ষক নবন্ধন পরিক্ষার প্রস্তুতি নিতে সাহাজ্য করবে। তাই ১৮ তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই এই সিলেবাসটি অনুসরন করতে পারেন ।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৩
শেষ কথা
আশা করছি ১৮ তম NTRCA সার্কুলার ২০২৩সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ১৮ তম NTRCA সার্কুলার ২০২৩ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৮তম শিক্ষক নিবন্ধন সার্কুলার লাস্ট ডেট কবে।