
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে । www.butex.edu.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয় বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২।বুটেক্স ভর্তি আবেদন পদ্ধতি ২০২২ এবং আবেদনের পদ্ধতি ২০২২ জানতে পারবেন এই আর্টিকেল থেকে। বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ সংযুক্ত করা আছে পিডিএফ এবং ছবি আকারে। খুব সহজেই বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে সক্ষম হবেন এখানে থেকে। বুটেক্স এর আসন সংখ্যা ,ভর্তি আবেদন পদ্ধতি, ভর্তি আবেদন পরিক্ষা সহ বুটেক্স ভর্তির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে নিচের আর্টিকেল থেকে। তাই যারা বুটেক্স ভর্তির প্রস্তুতি নিয়েছেন এবং বুটেক্স ভর্তি আবেদন করতে চান তারা এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
❕বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ২২ জুন ২০২২ থেকে বুটেক্স ভর্তি আবেদন শুরু হবে |
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর আবেদনের যোগ্যতা , আবেদনে শুরুর তারিখ শেষের তারিখ সহ সকল তথ্য দেওয়া আছে নিচের অংশে। বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তির আবেদন শুরু হলে এখানে থেকে ডিরেক্ট লিঙ্ক এর মাধ্যমে আবেদন করা যাবে । বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানা যাবে এখানে থেকে। বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে বুটেক্স ভর্তি আবেদনের শুরুর তারিখ, বুটেক্স ভর্তি আবেদনের শেষের তারিখ সহ বুটেক্স ভর্তি আবেদন এবং বুটেক্স ভর্তি পরিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য।
বুটেক্স ভর্তি টাইমলাইন ২০২২ |
আবেদন শুরুঃ ২২ জুন ২০২২ আবেদন শেষঃ ২ জুলাই ২০২২ আবেদন ফিঃ ১০০০/- টাকা ভর্তি পরিক্ষার তারিখঃ ১২ আগস্ট ২০২২ আবেদন লিঙ্কঃ http://but.teletalk.com.bd |
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি PDF ডাউনলোড ২০২২
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর পিডিএফ ডাউনলোড করা এখানে থেকে। বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে www.butex.edu.bd ওয়েবসাইটে । পরবর্তীতে তা সংযুক্ত করা হয়েছে resultinsiderbd.com ওয়েবসাইটে। এখানে থেকে বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ এবং ছবি আকারে ডাউনলোড করা যাবে। বুটেক্স ভর্তির জন্য যারা আবেদন করবেন তারা আবেদনের পূর্বে অবশ্যই বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ দেখে নিবেন এখানে থেকে ।
বুটেক্স (BUTEX) ভর্তি পরিক্ষা ২০২২
বুটেক্স ভর্তি পরিক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী । বুটেক্স ভর্তি পরিক্ষার জন্য যারা আবেদন করবেন শুধু তারাই বুটেক্স ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করতে পারবে। তাই আপনি যদি বুটেক্স ভর্তি পরিক্ষা ২০২২ এ অংশগ্রহন করতে চান অবশ্যই বুটেক্স ভর্তি আবেদন ২০২২ সম্পন্ন করতে হবে ।
💷২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরিক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসুচি অনুযায়ী বুটেক্স ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। |
বুটেক্স ভর্তি আবেদন ২০২২ কিভাবে সম্পন্ন করবেন ? বুটেক্স ভর্তি আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচলনা করা আছে নিচের অংশে। সেখানে থেকে বুটেক্স ভর্তি আবেদনের নিয়ম জেনে নিবেন ।
ইউনিটের নাম | আসন সংখ্যা |
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ৮০ |
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৮০ |
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | ৮০ |
ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং | ৪০ |
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৪০ |
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ৮০ |
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট | ৮০ |
টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন | ৪০ |
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং | ৪০ |
টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স | ৪০ |
মোট | ৬০০ |
বুটেক্স ভর্তির আবেদন যোগ্যতা ২০২২
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় – বুটেক্স এ আবেদন করতে শিক্ষার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা থাকা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে।
- ২০২১ এর এইচএসসি পরীক্ষায় যে কোন বোর্ড থেকে ন্যূনতম ৪.৫০ জিপিএ পেতে হবে।
- এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ জিপিএ পেতে হবে।
বুটেক্স ভর্তি আবেদন পদ্ধতি ২০২২
এসএমএস প্রেরনের মাধ্যমে বুটেক্স ভর্তি আবেদন ২০২২ করা যাবে।যেকোনো মোবাইল অপারেটর ব্যবহার করে খুব সহজেই আবেদন করতে পারবেন বুটেক্স ভর্তির আবেদন ২০২২। বুটেক্স ভর্তি আবেদনের যোগ্যতা অনুযায়ি আপনি বুটেক্স ভর্তি আবেদন করার জন্য যোগ্য কিনা না যেনে নিয়ে আবেদন করুন নিম্নক্ত পদ্ধতিতে
BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করুন।
উদাহরণ: BUT DHA 123568 ২০২১ DHA 457896 2019 লিখতে হবে।
সঠিকভাবে প্রথম এসএমএসটি প্রেরণ করা হলো প্রার্থীকে ফ্রীতে একটি এসএমএস দেয়া হবে। উক্ত এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানানো হবে এবং প্রার্থীর সম্মতি চাওয়া হবে। শিক্ষার্থীকে তখন পুনরায় আরেকটি এসএমএস প্রেরণ করে সম্মতি প্রদান করতে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
নিম্নোক্ত পদ্ধতিতে দ্বিতীয় এসএমএসটি করতে হবে
BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।
উদাহরণ: BUT YES 1234 017xxxxxxxx
বুটেক্স ভর্তি পরীক্ষার প্রার্থী বাছাই পদ্ধতি ২০২২
এসএমএসের মাধ্যমে আবেদনকারী সকল শিক্ষার্থীদের মধ্য থেকে নিম্নোক্ত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ যোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে বুটেক্স এ ভর্তি পরীক্ষায় মোট ৯ হাজার শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হবে। এসএমএসের মাধ্যমে আবেদনকারী সকল শিক্ষার্থীদের মধ্য থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী ৯০০০ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই মেধা তালিকা অনুযায়ী মোট ৯,০০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২
বুটেক্স ভর্তি পরীক্ষা সম্পন্ন লিখিত পদ্ধতি তে অনুষ্ঠিত হবে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট ১০০ টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে। এই প্রশ্ন সমুহের উত্তর প্রদানের জন্য কোন অপশন দেয়া হবে না। যেকোনো প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজে ব্যাখ্যা করে উত্তর বের করতে হবে। পরীক্ষার মোট সময় দেয়া হবে দুই ঘন্টা। পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন গুলো করা হবে। ভর্তি পরীক্ষার মানবন্টন নিচে উল্লেখ করা হলো।
বিষয় | নম্বর |
পদার্থ | ৬০ |
রসায়ন | ৬০ |
গণিত | ৬০ |
ইংরেজি | ২০ |
মোট | ২০০ |
বুটেক্স ভর্তি অনলাইন আবেদন পদ্ধতি ২০২২
- বুটেক্স ভর্তির ওয়েবসাইটে যান
- অনলাইন পোর্টাল ওয়েবসাইট https://butex.edu.bd
- এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
- ব্যক্তিগত তথ্য এবং শিক্ষা দেওয়া ফর্মটি পূরণ করুন
- আপনার আবেদনপত্র জমা দিন
- ভর্তির ফর্ম জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশান আইডি পাওয়া যায়
- এখন এটি প্রিন্ট করুন এবং এটি সংরক্ষণ করুন
- আপনার পূর্বরূপ তথ্য দেখুন এবং পরবর্তী বোতামে ক্লিক করুন.
- আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন।
- এখন আপনার আবেদন ফর্ম ডাউনলোড করুন এবং এটি প্রিন্ট করুন।
রকেট এর মাধ্যমে বুটেক্স ভর্তির ফি প্রদান
- ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে *322# ডায়াল করুন।
- মেনু থেকে, 1 নির্বাচন করুন এবং অর্থপ্রদানের বিকল্পগুলি অনুসরণ করুন।
- আবার বিল পেমেন্ট অপশনে যান।
- আবার, 1 নির্বাচন করুন এবং Self Options এ যান।
- Biller id দিন।
- প্রার্থীর HSC এর রোল নম্বর টাইপ করুন।
- (সমস্ত চার্জ সহ) টাইপ ফি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত।
- এখন বিকাশ পিন দিন।
বিকাশ এর মাধ্যমে বুটেক্স ভর্তি ফি প্রদান
- বিকাশ মোবাইল মেনুতে যেতে *247# ডায়াল করুন।
- “পেমেন্ট” বিকল্প নির্বাচন করুন
- মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নম্বর 017 লিখুন *********
- ভর্তির ধরন ফি
- রেফারেন্স হিসাবে প্রার্থীর HSC এর রোল নম্বর টাইপ করুন।
- বিকাশ পিন দেওয়া ****** ইনপুট দ্বারা সম্পূর্ণ অর্থপ্রদান।