বিবিধ
ট্রেন্ডিং

কার্নিভাল Wi-Fi কার্ড কানেক্ট করার নিয়ম ২০২৩ । কিভাবে কার্নিভাল কার্ড কানেক্ট করবেন?

যারা কার্নিভাল ওয়াইফাই ব্যবহার করেন অনেকেই কার্নিভাল কার্ডের সাথে পরিচিত। কার্নিভাল কোম্পানি ব্যাবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন নিয়মে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এই নিয়মে আপনি রাউটার ছাড়াই কার্নিভাল ইন্টারনেট ব্যবহার এর সুযোগ পাচ্ছেন। আপনার নিকটস্থ দোকানে যদি কার্নিভাল কার্ড পাওয়া যায় আপনি সেটি কিনে খুব সহজে কানেক্ট করতে পারবেন ওয়াইফাই। কার্নিভাল এর  কার্ডে বিভিন্ন রকম প্যাকেজ থাকে। আপনি আপনার পছন্দমত একটি প্যাকেজ বেছে নিতে পারবেন। সাশ্রয়ী হওয়ায় কার্নিভাল কার্ডের জনপ্রিয়তা বেড়েছে অনেক বেশি। এছাড়া সহজলভ্য ও ধামেলা ছাড়াই কানেক্ট করা যায় বলে অনেকেই এখন এটি ব্যবহার করতে চান ।

আপনি এখানে থেকে জেনে নিতে পারবেন কার্নিভাল কার্ডের বিস্তারিত এবং আরো জানতে পারবেন কিভাবে কার্নিভাল Wi-Fi কার্ড কানেক্ট করবেন।

সেরা FTP সার্ভার লিস্ট ২০২২ । BDIX এফটিপি সার্ভার লিস্ট ২০২২

কার্নিভাল কার্ডের দাম কত?

কার্নিভাল ইন্টারনেট এর কার্ড এখন কার্নিভাল হাট পয়েন্ট গুলোতে পাওয়া যায়। কার্ড গুলো খুবই সাশ্রয়ী মুল্যে পাওয়া যায়। মাত্র ৭ টাকার একটি কার্ড কিনে আপনি ৪ ঘন্টা আনলিমিডেট  ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কার্নিভাল প্যাকেজ এর নাম এবং মুল্য তালিকা এই অংশে সংযুক্ত করা হলো।।

সময় দাম
৪ ঘন্টা ৭ টাকা
১ দিন ১৫ টাকা
২ দিন ২৫ টাকা
৫ দিন ৫০ টাকা
১০ দিন ৮৯ টাকা
১ মাস  ২৫০ টাকা
১ মাস ৫৯৯ টাকা(৩ ডিভাইস)
১ মাস ৮৯৯ টাকা (৫ ডিভাইস)

banner2-object

যেভাবে কার্নিভাল Wi-Fi ইন্টারনেটে কানেক্ট করবেনঃ

  • আপনার মোবাইল ডিভাইস এর Wi-Fi অপশন অন করুন
  • Carnival অথবা Carnival-5G নামক SSID-তে কানেক্ট করুন
  • একটি ফরম পাওয়া যাবে
  • আপনার মোবাইল নাম্বার,নাম এবং স্ক্রাচ কার্ডের ১৫ ডিজিটের পিন নাম্বারটি কানেক্ট করান
  • মোবাইলে একটি এসএমএস আসবে। একটি ৬ ডিজিটের পাসওয়ার্ড লিখা থাকবে সেই এসএমএস এ
  • এসএমএস এ প্রাপ্ত পাসওয়ার্ডটি প্রবেশ করান
  • আপনি এ পর্যায়ে কার্নিভাল ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবেন

আপনি কতক্ষন কার্নিভাল ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবেন তার সময় আপনার স্ক্রিনে ভেসে উঠবে। 

ফেসবুক থেকে টাকা আয় করার উপায় ২০২২ (A – Z)

শেষ কথা

আশা করছি কার্নিভাল Wi-Fi কার্ড কানেক্ট করার নিয়ম ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। কার্নিভাল Wi-Fi কার্ড কানেক্ট করার নিয়ম ২০২২  সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button