
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২২
বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায়। জীবিকার খোঁজে বিদেশে পাড়ি দেওয়া এইসব মানুষ সঠিকভাবে ভিসা করার নিয়ম না জানায় বা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি না জানায় প্রায় সাপ্লাই কোম্পানির খপ্পরে পড়ে থাকে। সাপ্লাই কোম্পানিগুলো শ্রম ঠিক করে দেয় কিন্তু মুনাফা লুটে নাই থার্ড পার্টি কোম্পানি, অনেকে আবার নিঃস্ব হয়ে যায় এই কোম্পানিগুলোর খপ্পরে পড়ে।
তাই জীবিকার সন্ধানে সৌদি আরব যাওয়ার আগেই ভিসা ভালো করে চেক করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে সাপ্লাই কোম্পানিগুলো কেমন? আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা পাসপোর্ট এর মাধ্যমে ভিসা চেক করার নিয়ম ২০২২, সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সাপ্লাই কোম্পানিগুলো সম্পর্কে জানতে পারবেন।
সৌদি আরব ভিসা চেক করার পুরাতন সাইট enjazit.gov.sa পরিবর্তন করে নতুন সাইট visa.mofa.gov.sa এ বর্তমানে কাজ করছে। তাই অনেকে এই নতুন সাইডে বুঝতে পারছে না।
এ পর্যায়ে আমরা সৌদি ভিসা স্টাম্পিং চেক করার জন্য ধাপ অনুযায়ী আলোচনা করব আপনারা গুরুত্ব সহকারে নিচের ধাপগুলো অনুসরণ করলে ভিসা চেক করা সহজ হবে।
ধাপ ১
সৌদি ভিসা চেকিং ওয়েবসাইট – visa.mofa.gov.sa ভিজিট করুন। যেমন –
MOFA Saudi visa check, তারপর একেবারে উপরের বাম পাশের মেনু থেকে “E ” সিলেক্ট করুন ইংরেজি ভাষার জন্য। এছাড়া সরাসরি visa.mofa.gov.sa ওয়েবসাইট থেকে ভিসা চেক করার লিংক বর্তমানে পাওয়া যাচ্ছে না।
ধাপ ২
ভিসা চেক করুন নিচের নিয়ম অনুসারে।
পেইজে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। ভিসা টাইপ হিসেবে ওয়ার্ক বা অন্য যে ক্যাটাগরী হয় তা সিলেক্ট করুন।
এরপর আপনার জাতীয়তা Current Nationality বাংলাদেশ সিলেক্ট করুন। এবং Visa Issuing Authority হবে Saudi Mission in Dhaka তাই এখানে “Dhaka” সিলেক্ট করুন।
ধাপ ৩
সৌদি ভিসার তথ্য যাচাই করুন :
পাসপোর্ট নাম্বার দ্বারা মোফা ভিসা চেক করার পরই আপনার আবেদনের স্ট্যাটাস সরাসরি দেখতে পাবেন, যদি ইতিমধ্যে ভিসা ইস্যু হয়ে যায় বা অনুমোদন হয়ে যায় তবে। আপনি ভিসার সকল তথ্য যেমন:- Visa Number, Application Number, Visa Sponsor বা কোম্পানির নাম ও আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন।
সৌদি ভিসা বাংলা অনুবাদ করার নিয়ম
সৌদি ভিসা বাংলা অনুবাদ করার জন্য আপনি “গুগল ট্রান্সলেটর” ব্যবহার করতে পারেন। ভিসাতে কোম্পানির নাম ও পেশা জানার জন্য আরবি লেখা কপি করে গুগল সার্চ এ পেস্ট করুন। তারপর আরবি লেখার পর লিখুন ইংরেজি অনুবাদ ও google এ সার্চ করুন। সৌদি ভিসাতে কোম্পানির নাম এবং আপনার পেশা কি তা আরবিতে লেখা থাকে। আপনি আরবি না বুঝলে এটি গুগলের সার্চ দিলেই গুগল ট্রান্সলেটর থেকে অনুবাদ করে বুঝে নিতে পারবেন।
কিভাবে বুঝবেন ভিসাটি বৈধ?
ভিসায় Sponsor name এ কোম্পানির নাম থাকবে এবং ভিসা যদি আপনার নামে ইস্যু বা অনুমোদন হয়ে থাকে তবে আপনার যাবতীয় তথ্য ভিসায় থাকবে আর যদি আপনার নামে ভিসা ইস্যু না হয়ে থাকে তবে আপনার কোন তথ্য ই দেখাবে না। যেহেতু সৌদির সাথে কোম্পানির নাম ও আপনার যাবতীয় তথ্য আরবিতে লেখা থাকবে সেহেতু আপনি গুগল সার্চ এ গিয়ে ইংরেজি বা বাংলায় অনুবাদ করে দেখে নিতে পারবেন।
যেমন :- شركة تأييد الرؤية للتشغيل والصيانة شركة شخص واحد কোম্পানি নামটি গুগলে সার্চ দিলেই গুগল ট্রান্সলেটরে দেখতে পাবেন।
যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন তাদের সবারই উচিত ভ্রমণের পূর্বে ভালোভাবে ভিসা চেক করে নেওয়া ভিসা সঠিক কিনা বিশদ ধরুন পেশাও কোম্পানির নাম ঠিক আছে কিনা এসব এখন অনলাইনেই অতি সহজেই যাচাই করা যায় তাই যাচাই না করে বিদেশে পাড়ি জমাবেন না এতে আপনাদের উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি।
তাই প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই অনলাইনে ভিসা চেক করুন।
সৌদি ভিসা চেক করা সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
১. কিভাবে সৌদি আরবের ভিসা চেক করা যায়? উঃ সৌদি আরবের ভিসা চেক করার জন্য সহজেই ভিজিট করুন MOFA visa check এই সাইটে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
২. ভিসায় কোম্পানি নাম ও পেশা চেক করব কিভাবে?
উঃ Enjaz ওয়েবসাইট থেকে সৌদি ভিসা চেক করার পর আপনি ভিসার Sponsor এবং Occupation দেখতে পাবেন। এই গুলো আরবিতে লেখা থাকবে। আপনি গুগলে সার্চ দিয়ে গুগল ট্রান্সলেট র থেকে অনুবাদ করে চেক করতে পারবেন।
৩. কোন পেশায় নিয়োগ করা হয়েছে তা জানার উপায় কি?
উঃ উপরের নিয়মেই ভাষা ট্রান্সলেটর ব্যবহার অথবা google লেন্স ব্যবহার করে আপনি খুব সহজে অকুপেশন বা পেশা জেনে নিতে পারেন। তাই শুধু ভিসা অনলাইনে আছে তা দেখলেই হবে না। আপনার যাবতীয় তথ্য খতিয়ে দেখে নিশ্চিত হতে হবে যে এজেন্ট আপনাকে যা বলেছে তার সাথে ভিসার সমস্ত তথ্য মিল আছে কিনা।
শেষ কথা
আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।