নোটিশ
ট্রেন্ডিং

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩। যুক্তরাজ্য কমনওয়েলথ স্কলারশিপ আবেদন পদ্ধতি ২০২৩

কমনওয়েলথ স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। যারা ২০২৩ সালে যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুন সুযোগ। বাংলাদেশী শিক্ষার্থীরা কমনওয়েলথ  স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ১২ অক্টোবর পর্যন্ত। কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ এর আবেদন পদ্ধতি এবং এ সংক্রান্ত সকল তথ্য নিয়ে আমাদের আজকের এই নিবন্ধ । তাই আপনি যদি কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ নিয়ে আগ্রহী হয়ে থাকেন আজকের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন। 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ পরিচিতি

১৯৮৩ সালে শুরু হওয়া যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক বৃত্তিগুলোর মধ্যে একটি। কমনওয়েলথ স্কলারশিপের জন্য আবেদন করতে হয় কয়েকটি ধাপে । প্রাথমিক আবেদনের পর কয়েক ধাপে বাছাইয়ের মাধ্যমে চুরান্ত ভাবে এই বৃত্তির জন্য প্রার্থীদের নির্বাচিত করা হয়। প্রতিবছর বাছাই শেষে প্রায় ১৫০০ শিক্ষার্থী কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে থাকেন। যারা কমনওয়েলথ ভুক্ত দেশ সে সকল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদনের শুযোগ পায়। বাংলাদেশের শিক্ষার্থীরাও কমনওয়েলথ স্করালশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এ প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় ৩৫০০০ শিক্ষার্থী এই কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন। 

আরো দেখুনঃ  ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার ও আবেদন পদ্ধতি

কমনওয়েলথ স্কলারশিপের জন্য আবেদন যোগ্যতা

কমনওয়েলথ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে শুধুমাত্র কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা। যেহেতু বাংলাদেশ একটি কমনওয়েলথভুক্ত দেশ তাই বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের আবেদনের জন্য যোগ্য। তবে কমনওয়েলথ স্কলারশিপের জন্য আরো কিছু কন্ডিশন রয়েছে আর সেগুলো হলোঃ

  • একাডেমিক ফল ভালো হতে হবে
  • একটি রিসার্চ প্ল্যান থাকতে হবে
  • নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে
  • মাস্টার্স ডিগ্রী করতে চাইলে কারণ দেখাতে হবে, আর্থিক প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করতে হবে

এ সকল যোগ্যতা গুলো  পূরন করলেই কেবল কমনওয়েলথ স্কলারশিপ এর জন্য আবেদন করতে সক্ষম হবেন শিক্ষার্থীরা ।

কমনওয়েলথ স্কলারশিপের আর্থিক সুবিধা

কমনওয়েলথ বৃত্তির বেশ কিছু সুবিধা রয়েছে। সুবিধা সমূহ নিয়ে এখানে উল্লেখ উল্লেখ করা হলো-

  • স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি কমনওয়েলথ কমিশন কর্তৃক বহন করা হবে।
  • যুক্তরাজ্যের যাওয়া আসার বিমানের টিকিট খরচ কমনওয়েলথ কমিশন বহন করবে।
  • লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা প্রদান করা হবে।
  • মাসিক ভাতার বাইরেও এককালীন অর্থ প্রদান করা হবে।
  • ‘Study travel grunt’ ও ‘thesis grunt’ হিসেবে অর্থ পাওয়া যাবে।

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ প্রয়োজনীয় কাগজপত্র

কমনওয়েলথ স্কলারশিপ এর জন্য আবেদন করতে চাইলে নিচের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। এছাড়াও পরবর্তীতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো আবেদনকারিকে জানিয়ে দেয়া হবে। 

  • পাসপোর্টের কপি
  • পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)
  • একাডেমিক সার্টিফিকেট সমূহ
  • মার্কশীট এর সত্যায়িত কপি
  • রেফারেন্স লেটার
  • জীবনবৃত্তান্ত 
    একটি রিসার্চ প্ল্যান 
  • আইইএলটিএস স্কোরের সনদ (যদি থাকে)

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ আবেদন প্রক্রিয়া

১. ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের আবেদনের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ফরমে এসএসসি এইচএসসি স্নাতক ও স্নাতকোত্তর (যদি থাকে) এর গ্রুপ/বিষয় পাশের বছর, মোট নম্বর, জিপিএ/সিজিপিএ ও প্রাপ্ত নম্বরের শতকরা হারসহ সকল তথ্য প্রদান করতে হবে।

২. আবেদনকারীর যদি কোন প্রকাশনা  থাকে তাহলে তার বর্ণনা, আইইএলটিএস স্কোর (যদি থাকে) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি দরখাস্তের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদন পত্র প্রেরনের ঠিকানা

বরাবর, সচিব, উচ্চশিক্ষা কমিশন, আগারগাঁও প্রশাসনিক ভবন এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। আবেদন পত্র অবশ্যই ১২ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে

কমনওয়েলথ স্কলারশিপ নোটিশ ২০২৩ PDF ডাউনলোড

 

 

 

কমনওয়েলথ স্কলারশিপ সম্পর্কিত তথ্য 

কমনওয়েলথ স্কলারশিপ এর নির্ধারিত ওয়েবসাইট থেকে (www.cscuk.dfid.gov.uk) থেকে জানা যাবে। কমনওয়েলথ স্কলারশিপ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য resultinsiderbd.comনিয়মিত প্রকাশ করে। তাই আপনি যদি কমনওয়েলথ স্কলারশিপ বিষয়ে আগ্রহী হয়ে থাকেন এই ওয়েবসাইট নিয়মিত অনুসরন করুন।

বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতি বছর কমনওয়েলথ স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ইজলিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও (www.ugc.gov.bd) কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ সংক্রান্ত সকল তথ্য জানা যায়।

 

শেষ কথা

আশা করছি কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button