ভর্তি

ঢাকা কলেজ এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা কলেজ এইচএসসি ভরতি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে । যারা একাদশ শ্রেণীতে ঢাকা কলেজে ভর্তি হতে আগ্রহী তাদের জন্য আমাদের এই নিবন্ধ । এই নিবন্ধে ঢাকা কলেজ এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি সংযুক্ত করা হয়েছে এবং ঢাকা কলেজ ভর্তির যাবতীয় তথ্য দেয়া হয়েছে । এই নিবন্ধ পড়ে একজন শিক্ষার্থী ঢাকা কলেজ এর ভর্তি প্রক্রিয়া সম্পর্কে খুবই ভালো ভাবে জানতে পারবে। 

ঢাকা কলেজ বাংলাদেশ এর একটি শীর্ষ স্থানীয় কলেজ এই। পড়াশোনার পরিবেশ, ফলাফল এবং ঐতিহ্যের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি কলেজ । অনেক শিক্ষার্থীর সপ্ন থাকে তারা একাদশ শ্রেণীতে এই কলেজ এ ভর্তি হবে। তাদের উচিত এই নিবন্ধ পড়ে ঢাকা কলেজ এর ভর্তি পদ্ধতি সম্পর্কে ভালো ভাবে জেনে নেয়া । 

ঢাকা কলেজ ভর্তি তথ্য

কলেজ এর নামঃ ঢাকা কলেজ

বোর্ডঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

EIIN নম্বরঃ 107977 

মোট আসনঃ1350

আবেদন লিঙ্কঃ দেখুন

ঢাকা কলেজ এ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীকে প্রথমেই কলেজ চয়েজ দিতে হবে । একাদশ শ্রেণী ভর্তির কলেজ চয়েজ দেয়ার সময় ঢাকা কলেজকে ১ নম্বর চয়েজ এ রাখতে হবে। তবে ঢাকা এসএসসি পরিক্ষায় কত নম্বর পেলে আপনার ঢাকা কলেজ এ চয়েজ দেয়া উচিত তা নিচের অংশে জানানো হয়েছে । আপনার যদি এসএসসি ফলাফল ভালো হয়ে থাকে এবং নিচের নম্বর  বা তার চেয়ে বেশি নম্বর থাকে সেক্ষেত্রে আপনার উচিত অবশ্যই ঢাকা কলেজ চয়েজ দেয়া। 

ঢাকা কলেজ এর আসন সংখ্যা

ঢাকা কলেজ এ মোট ১৩৫০টি আসন রয়েছে । এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৯০০ আসন এবং কমার্স এর জন্য ২৫০ আসন রয়েছে । এছাড়া মানবিক শাখায় মট ২০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। 

বিজ্ঞান গ্রুপ (বাংলা ও ইংরেজি মাধ্যম): ৯০০ আসন
বাণিজ্য ও ব্যবসায়িক গ্রুপ: 250 আসন
কলা ও মানবিক গ্রুপ: 200 আসন

ঢাকা কলেজ ভর্তির যোগ্যতা ২০২২-২০২৩

ঢাকা কলেজ এ ভর্তির জন্য অবশ্যই এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল প্রয়োজন । নিচে ছকের মাধ্যমে ঢাকা কলেজ এর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তির যোগ্যতা দেয়া হলো। 

বিভাগ নুন্যতম জিপিএ
বিজ্ঞান (বাংলা ও ইংরেজি ভার্সন) ৫.০০
মানিবিক ৫.০০
ব্যবসায় শিক্ষা (বাংলা ও ইংরেজি ভার্সন) ৫.০০

www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদন করতে হবে ঢাকা কলেজ এ ভর্তির জন্য । যাদের এসএসসি পরিক্ষা জিপিএ ৫ রয়েছে এবং মার্ক ভালো রয়েছে তারা ঢাকা কলেজ কে তাদের চয়েজ লিস্ট এর প্রথমে রাখলে প্রথম মেধা তালিকায় ঢাকা কলেজ আশার সম্ভাবনা সবচেয়ে থাকবে।

শিক্ষার্থীরা ১৫০ টাকা পরিশোধ করে সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজ এ আবেদন করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে চয়েজ দেয়ার সময় ঢাকা কলেজ যেন লিস্টের নিচের দিকে না থাকে। 

ঢাকা কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

 

dhaka-college-hsc-admission-notice-2021-22 dhaka-college-hsc-admission-notice-2021-22-1 dhaka-college-hsc-admission-circular-2020

ঢাকা কলেজ ভর্তি রেজাল্ট ২০২২

ঢাকা কলেজ এর ভর্তি ফলাফল জানা যাবে এখানে থেকে। যেসকল শিক্ষার্থী একাদশ শ্রেণী ভর্তি আবেদনের সময় ঢাকা কলেজ চয়েজ দিয়েছিলেন তাদের প্রদানকরা মোবাইল নম্বরে ফলাফল চলে যাবে । এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে ঢাকা কলেজ ভর্তি ফলাফল জেনে নিতে পারবেন । একাদশ শ্রেণী ভর্তি ফলাফল চেক করার মাধ্যমেও আপনি জানতে পারবেন ঢাকা কলেজ ভর্তি ফলাফল ২০২২। 

 

শেষ কথা

আশা করছি নমুনা সম্পর্কে আপনি জানতে পেরেছেন। নমুনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button