
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (PDF Download)
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। DRMC ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রকাশ করেছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ ২০২৩ এখানে পেয়ে যাবেন । এছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তি আবেদন ফি এবং ভর্তি আবেদন পদ্ধতি ২০২৩ সম্পর্কে জানতে পারবেন ।যারা একাদশ শ্রেণীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এ ভর্তি হতে চান তারা এই নিবন্ধটি থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এ ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া জানতে পারবেন।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
www.drmc.edu.bd ওয়েবসাইটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তিএর পিডিএফ দেয়া আছে এখানে পিডিএফ আকারে এখানে থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ গুলো। Result Insider BD ওয়েবসাইটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এ ভর্তির আবেদন প্রক্রিয়া ২০২৩
কিছুদিন আগে এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে এবং এখন সকলে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন শুরু করেছে। একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ অনেক বেশি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে যারা জানতে চান তারা এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্থানীয় কলেজ । অনেক শিক্ষার্থীর সপ্ন থাকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এ পড়ার। এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৮ জানুয়ারি তারিখে এবং শেষ হবে ১৫ জানুয়ারি তারিখে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভর্তির যোগ্যতা ২০২৩
বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন GPA-5, বিজনেস স্টাডিজ গ্রুপের জন্য: GPA-4.50 এবং আর্টস গ্রুপের জন্য: সকল ছাত্রদের জন্য GPA- 4.00। অভ্যন্তরীণ শিক্ষার্থীরা ভর্তির জন্য একটি অতিরিক্ত সুবিধা পান। অভ্যন্তরীণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান গ্রুপে জিপিএ- 4.83, বিজনেস স্টাডিজ গ্রুপে জিপিএ- 4.00 এবং মানবিক বিভাগে জিপিএ 3.50।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভর্তির নোটিশ ২০২৩
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিচের অংশে পিডিএফ আকারে দেয়া আছে। যারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক এবং ভর্তির যোগ্যতা সম্পর্কে জানতে চান তারা এখানে থেকে জেনে নিবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি আবেদনের নিয়ম ২০২৩
- শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে যান।
- কলেজের EIIN নম্বর এবং পছন্দসই গ্রুপের প্রথম পত্র এবং আপনার বোর্ডের প্রথম 3টি অক্ষর এবং এসএসসি রোল নম্বর এবং এসএসসি/সমমান পাসের বছর এবং পছন্দসই শিফটের প্রথম পত্র এবং সংস্করণের নাম স্থান এবং কোটার প্রথম পত্র এবং 16222 নম্বরে পাঠান।
- উদাহরণ: CAD 108258 SCI DHA 987654 2022 M B এবং পাঠান।
- এসএমএস পাঠানোর পরে আপনি পিন নম্বর এবং অর্থপ্রদানের তথ্য সহ একটি ফিরতি বার্তা পাবেন। এসএমএস এর সাথে একমত হলে। তারপর YES এবং PIN এবং যোগাযোগ নম্বর টাইপ করুন এবং 16222 নম্বরে পাঠান।
- উদাহরণ: CAD Yes PIN যোগাযোগ নম্বর এবং 16222 এ পাঠান।
- এর পরে আপনি আপনার নাম এবং ট্র্যাকিং নম্বর উল্লেখ করে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তির ফলাফল 2022 5 জুন 2022, বিকাল 5.00 টায় প্রকাশিত হবে।
গ্রুপ শর্ট কোড: বিজ্ঞানের জন্য ‘S’, বিজনেস স্টাডিজের জন্য ‘B’, মানবিকের জন্য ‘H’।
সংস্করণ সংক্ষিপ্ত কোড: বাংলার জন্য ‘বি’, ইংরেজির জন্য ‘ই’।
শিফটের সংক্ষিপ্ত কোড: সকালের শিফটের জন্য ‘M’, দিনের শিফটের জন্য ‘D’, সন্ধ্যার শিফটের জন্য ‘E’, শিফট না থাকলে ‘N’।
কোটার সংক্ষিপ্ত কোড: মুক্তিযোদ্ধাদের জন্য ‘FQ’, শিশুদের কোটার জন্য ‘EQ’, বিশেষ কোটার জন্য ‘SQ’।
শেষ কথা
আশা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তি ২০২৩ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইচএসসি ভর্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।