বিবিধ

কোরবানি ঈদ শুভেচ্ছা ২০২৩ এসএমএস,ছবি, স্ট্যাটাস, উইশ, মেসেজ, বার্তা, সায়েরি

কোরবানি ঈদের শুভেচ্ছা ২০২৩ঃ কোরবানির ঈদ মুসলিমদের জন্য অনেক আনন্দের একটি দিন । এদিন ছোট বড় সকলে অনেক আনন্দ করে । আর একে অন্যের সাথে আনন্দ ভাগা ভাগি করে নেয়। কোরবানি ঈদের আনন্দ ভাগা ভাগি করার একটি অন্যতম উপায় হলো শুভেচ্ছা বিনিময়। ইন্টারনেটের যুগে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একে অপরকে কোরবানি ঈডের শুভেচ্ছা জানায়।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়া থেকে শুরু করে একে অন্যকে মেসেজ এর মাধ্যমেও শুভেচ্ছা পাঠানো যায়।  কোরবানি ঈদের এসএমএস ,স্টাটাস,উইশ,মেজেজ এবং ফেসবুক স্টাটাস নিয়ে সাজানো এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে কোরবানি ঈদে প্রিয়জনকে শুভেচ্ছা পাঠাতে। এখানে অনেক অনেক এসএমএস এবং ছবি ও মেসেজ দেয়া হয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন । 

কোরবানি ঈদের শুভেচ্ছা বার্তা ২০২৩ 

কোরবানি ইদে আমরা সকলেই প্রিয়জনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি। এই শুভেচ্ছা বার্তা গুলো পেয়ে প্রিয়জনের মন খুশিতে ভরে উঠে। ২০২৩ সালের কোরবানি ঈদ আসন্ন। আর মাত্র কিছু সময় পরেই কোরবানি ঈদের দিন। আপনি যদি কোরবানি ঈদের শুভেচ্ছা ২০২৩ খুজে থাকেন তাহলে আপনি এসেছেন সঠিক জায়গায়। আপনি এখানে থেকে দারুন দারুন সব মেসেজ,এসএমএস এবং ছবি পাবেন যা আপনার মন ভালো করে দিবে। তাই ভালোবাসার মানুষের কাছে ঈদের শুভেচ্ছা পাঠাতে নিচের শুভেচ্ছা বার্তা গুলো দেখুন এবং যেটি ভালো লাগে সেটি পাঠিয়ে দিন। 

কোরবানির ঈদের স্ট্যাটাস, ক্যাপশন

বছরের দুইটি ঈদের প্রথমটি ইদুল ফিতর এবং অপরটি ঈদ উল আযহা বা কোরবানির ঈদ । কোরবানির ইতিহাস থেকে এই ঈদ পালন করে মুসলিমরা। কোরবানির ঈদের দিনে যাদের সামর্থ্য রয়েছে তারা আল্লাহকে খুশি করার উদ্যেশ্যে হালাল পশু কোরবানি করা হয়। কোরবানির মাধ্যমে এদিন ঈদের অনন্দ ছড়িয়ে পড়ে ঘরে ঘরে । সকলে একে অন্যকে শুভেচ্ছা জানায় এবং অনেকে ফেসবুক স্টাটাস, টুইটার কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্টাটাস বা ক্যাপশন দিয়ে থাকি। 

 

 

ঈদ আসতে 1 দিন বাকি,এতো খুশি কোথায় রাখি,বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি

ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
এই ঈদে ছড়িয়ে পড়ুক সকলের মুখে হাসি।
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারাক গ্রহন কর।ঈদ মোবারক।

 

ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া
ঈদে হোক সব কিছু পাওয়া। ঈদ মোবারাক।

 

 

হাঁসের ডিম মুরগির ডিম

দেখা হবে ঈদের দিন”

ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’

ঈদের দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি!

কোরবানি ঈদের ছবি ২০২৩

কোরবানি ঈদের ছবি অনেকেই তাদের ফেসবুক বা ইন্সট্রাগ্রাম একাউন্টে দিয়ে থাজেন । কোরবানি ঈদের ছবি দিয়ে অনেকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রিয়জনকে । আপনারা অনেক সময় ভালো ছবি খুজে পাননা বা কোন ছবি দিবেন না বুঝে উঠতে পারেন না। আপনি চাইলেই নিচের ছবিগুলোর মধ্য থেকে একটি ছবি আপনার ফেসবুক স্টাটাস হিসাবে দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন বন্ধু ও প্রিয়জনদের। 

 

কোরবানি ঈদ ফেসবুক স্টাটাস ২০২৩

কোরবানির ঈদে কি ধরনের ফেসবুক স্টাটাস দিবেন তা বুঝতে পারছে না? কোরবানির ঈদ নিয়ে ফেসবুক স্টাটাস গুলো সাজানো আছে এই অংশে । আপনি এখানে থেকে যেকোনো একটি স্টাটাস কপি করে ফেসবুক স্টাটাস হিসেবে দিতে পারেন। 

কোরবানির ঈদের কবিতা ২০২৩

কোরবানি ঈদে বিভিন্ন ধরনের কবিতা আমরা একে অন্যকে পাঠিয়ে থাকি। কোরবানি ঈদের এই কবিতা গুলো আপনি এখানে থেকে জেনে নিতে পারবেন। কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে কোরবানির ঈদের শুভেচ্ছা জানানো যায় বলে এটি অনেকের খুবই প্রিয় একটি মাধ্যম। 

 

একটি বছর ঘুরে আসবে সেই দিন

 

ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন

 

অনেকেই বিজি ঈদের কাজে

 

আনান্দটা সবার মাঝে

 

সাদা গোলাপ সবুজ পাতা,

 

তোমাকে জানাই ঈদের কথা ।

আসবে আমার বাড়িতে,

বসতে দিব পিড়িতে ।

খাবে কিন্তু অল্প,

করবো অনেক গল্প।

 

 

বাকা চাঁদের হাসিতে,

দাওয়াত দিলাম আসিতে,

আসতে যদি না পারও

ঈদ মোবারক গ্রহন কর..

 

 

কিছু কথা না বলা থেকে যায়,

কিছু ভাষা বর্ণনা হীন হয়

তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,

এসো প্রান খুলে আজ সবাই বলি

ঈদ মোবারাক বন্ধু ।

কোরবানি নিয়ে উক্তি ২০২৩

কোরবানি নিয়ে অনেক উক্তি রয়েছে। এই উক্তি গুলো অনেকে স্টাটাস বা ক্যাপশন হিসেবে দিতে পছন্দ করে। আপনি কোরবানি ঈদের এই উক্তিগুলো এখানে দেখতে পারবেন এবং এই উক্তিগুলো কপি করে ব্যবহার করতে পারবেন। নিচে কোরবানি ঈদ নিয়ে উক্তি গুলো দেয়া হলো। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button