
সরকারি ছুটির তালিকা ২০২৩ PDF
বিদায়ের পথে ২০২২ সাল, আর দরজায় কড়া নাড়ছে ২০২৩ সাল। একটি নতুন বছরকে আনন্দের সঙ্গে স্বাগত জানানোর পাশাপাশি আমরা অনেকেই নতুন বছরের অনেক পরিকল্পনাও গ্রহণ করে থাকি। নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রয়োজন পড়ে নতুন বছরের ছুটির তালিকা। এরই মধ্যে অনেকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন নতুন বছরের ছুটির তালিকা। তাদের জন্য আমাদের এই আর্টিকেল। আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা তারিখ ও দিনসহ পেয়ে যাবেন খুব সহজে। আশা করছি এটি আপনাদের নতুন বছরের বিভিন্ন কাজে সহায়তা করবে।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা
২০২৩ সালের প্রতিটি মাসের কি কি বারে সরকারি ছুটি রয়েছে আমরা অনেক সময় তা জানতে চাই। কেননা ছুটির দিনে আমাদের অনেক পরিকল্পনা থাকে। ছুটির দিনে আমরা অনেক জরুরী কাজ বাস্তবায়নের পরিকল্পনা রাখি, পরিবার পরিজনসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাই, পারিবারিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানও আমরা ছুটির দিনগুলোতে করতে চাই।
২০২৩ সালের সরকারি ছুটির দিনগুলো যদি আমরা আগে থেকেই জানতে পারি, তাহলে ছুটির দিনগুলোর পরিকল্পনা নিতে সুবিধা হবে। আর সবগুলো ছুটির তালিকা যদি আমাদের চোখের সামনে থাকে তাহলে আপনি আরো সুন্দর করে আপনার সঠিক পরিকল্পনা করতে পারবেন। আর একটি সুন্দর ও সহজ পরিকল্পনা করতে পারা মানেই কাজের অর্ধেক সম্পূর্ণ করা।
সরকারি ছুটির তালিকা PDF ২০২৩
৩১শে অক্টোবর, ‘সোমবার’ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন ২০২৩ সালের সরকারি ছুটি গত বছরের মতই আছে। গতবার ৬ দিন ছিল শুক্র – শনিবার, এবার সেখানে ৮ দিন।
তিনি বলেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি থাকবে ২০২৩ সালে।
সাধারণ ছুটির মধ্যে রয়েছে – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস,স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা:), বিজয় দিবস এবং যিশুখ্রিস্টের জন্মদিন (বড় দিন)।
অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে।
নির্বাহী আদেশে ছুটি গুলোর মধ্যে হল – শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আযহার আগে ও পরের দুই দিন এবং আশুরার দিন।
তারিখ | দিন | ছুটির ধরন |
21 ফেব্রুয়ারি | মঙ্গলবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
8 মার্চ | বুধবার | শব-ই-বরাত |
17 মার্চ | শুক্রবার | জাতির পিতার জন্মবার্ষিকী |
26 মার্চ | রবিবার | স্বাধীনতা দিবস |
14 এপ্রিল | শুক্রবার | পহেলা বৈশাখ |
18 এপ্রিল | মঙ্গলবার | শব-ই-কদর |
21 এপ্রিল | শুক্রবার | জুমাতুল বিদা |
21 এপ্রিল | শুক্রবার | ঈদুল ফিতর |
22 এপ্রিল | শনিবার | ঈদুল ফিতর |
23 এপ্রিল | রবিবার | ঈদুল ফিতর |
1 মে | সোমবার | মে দিবস |
5 মে | শুক্রবার | বুদ্ধ পূর্ণিমা |
28 জুন | বুধবার | ঈদুল আযহা |
29 জুন | বৃহস্পতিবার | ঈদুল আযহা |
30 জুন | শুক্রবার | ঈদুল আযহা |
29 জুলাই | শনিবার | আশুরা |
15 অগাস্ট | মঙ্গলবার | জাতীয় শোক দিবস |
6 সেপ্টেম্বর | বুধবার | শুভ জন্মাষ্টমী |
28 সেপ্টেম্বর | বৃহস্পতিবার | ঈদে মিলাদুন্নবী |
24 অক্টোবর | মঙ্গলবার | বিজয়া দশমী |
16 ডিসেম্বর | শনিবার | বিজয় দিবস |
25 ডিসেম্বর | সোমবার | বড়দিন |
শেষ কথা
আশা করছি সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।