টেকনোলজি
ট্রেন্ডিং

জিপি এসএমএস কোড ২০২২ । কিভাবে গ্রামিনফোন এসএমএস কিনবেন জানুন

জিপি এসএমএস কেনার কোড ২০২২ঃ আমরা যখন একে অন্যকে মেসেজ পাঠায় তখন আমাদের প্রয়োজন হয় এসএমএস এর । এসএমএস ব্যবহার করে আমরা একে অন্যকে এসএমএস পাঠায়। যারা গ্রামিনফোন সিম ব্যবহার করেন তাদের অনেকেই জানেন না কিভাবে জিপি সিম এ এসএমএস কিনতে হয়। জিপি সিম এ এসএমএস না কিনে আপনি যদি ম্যাসেজ সেন্ট করেন আপনার ফোন থেকে প্রতি ম্যাসেজ এর জন্য প্রায় ২.৫০ টাকা কেটে নেয়া হয়। আর এ কারনে আপনার ফোনে এসএমএস থাকা জরুরি। যারা নিয়মিত ম্যাসেজ এর মাধ্যমে কথা বলেন তারা এসএমএস কিনে রাখলে অনেক কম খরচে এসএমএস কিনতে পারবেন।

গ্রামিফোন এর মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক এর মত এসএমএস প্যাক রয়েছে কিন্তু এসএমএস প্যাক রিচার্জ এর মাধ্যপমে কেনা যায় না । আর একারনে জিপি এসএমএস প্যাক কেনা গ্রাহক দের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। গ্রামিনফোন এসএমএস প্যাক কিভাবে কিনবেন তা সম্পর্কে আমাদের আজকের এই নিবন্ধ, আপনি গ্রামিনফোন এসএমএস  প্যাক কিনে খুবই কম মুল্যে গ্রামিনফোন এসএমএস প্যাক কিনে নিতে পারবেন। গ্রামিনফোন এসএমএস প্যাকগুলো বিভিন্ন মেয়াদের হয়ে থাকে। এখানে আমরা ৩ দিন থেকে ৩০ দিন পর্যন্ত যাবতীয় এসএমএস প্যাক গুলো কেনার কোড দিয়েছি । 

আরো দেখুনঃ  গ্রামিনফোন নতুন মিনিট অফার ২০২২ (জুন ২০২২) । জিপি মিনিট অফার এক্টিভিশন কোড ২০২২

জিপি ৩ দিন মেয়াদের এসএমএস প্যাক কোড ২০২২

জিপি এসএমএস প্যাক এর সবচেয়ে কম মেয়াদের প্যাক হলো ৩ দিন মেয়াদের প্যাক। যারা খুবই কম খরচে জিপি এসএমএস  কিনতে চান তারা গ্রামিনফোনের এই এসএমএস প্যাক গুলো ব্যবহার করতে পারবেন।  জিপি ৩ দিন মেয়াদের এসএমএস  প্যাক পাওয়া যাবে ৪ টাকা এবং ৫ টাকায়। জিপি ৪ টাকায় ২৫ এসএমএস কেনা যায় যার মেয়াদ ৩ দিন। জিপি ৪ টাকায় ২৫ এসএমএস প্যাক নিতে ডায়াল করতে হবে *121*1015*2# । জিপি ৫ টাকায় ১০০ এসএমএস  কিনতে ডায়াল করতে হবে *111*10*03# ।

জিপি ৩০ দিন মেয়াদের এসএমএস প্যাক কেনার কোড ২০২২

জিপি ৩০ দিন মেয়াদের এসএমএস কেনার জন্য আপনাকে ফ্লেক্সিপ্লান ডাউনলোড করে সেখানে থেকে নিতে হবে। যারা গ্রামিনফোন সিম ব্যবহার করেন তাদের অনেকেই মাই জিপি এপ ব্যভার করেন। যারা মাইজিপি এপ ব্যবহার করেন তারা মাইজিপি এপ এ প্রবেশ করে আপনার নিজস্ব প্ল্যান বানিয়ে এসএমএস কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি ২০০,৫০০,১০০০,২০০০ মেসেজ পর্যন্ত কিনতে সক্ষম হবেন।

এখানে থেকে মাইজিপি এপ ডাউনলোড করতে পারবেন।

 

গ্রামিনফোন এসএমএস  প্যাক এর তালিকা ২০২২

গ্রামিনফোন/জিপি এর সকল এসএমএস প্যাক এর তালিকা এই অংশে দেয়া হলো। আপনারা যারা গ্রামিনফোন এর এসএমএস  প্যাক নিতে চান তারা এখানে থেকে দেখে নিতে পারবেন । ডায়ালকোড তালিকায় দেয়া আছে। কিছু এসএমএস প্যাক শুধুমাত্র মাই জিপি এপ থেকেই কেনা যায় সেগুলো বলে দেয়া হয়েছে।

 

প্যাক মেয়াদ  কোড
25 এসএমএস 4 টাকা ৩  দিন *121*1015*2#
100 এসএমএস 5 টাকা ৩  দিন *111*10*03#
200 এসএমএস 12 টাকা ৩০ দিন ফ্লেক্সিপ্লান থেকে
500 এসএমএস 20 টাকা 30 দিন ফ্লেক্সিপ্লান অ্যাপ
1000 মেসেজ 36 টাকা 30 দিন ফ্লেক্সিপ্লান অ্যাপ
2000 মেসেজ 58 টাকা  30 দিন ফ্লেক্সিপ্লান অ্যাপ

শেষ কথা

আশা করছি জিপি এসএমএস কেনার নিয়ম ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। জিপি এসএমএস  কেনার নিয়ম ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button