
যারা প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট এ ভ্রমণ করতে চলেছেন অথবা যারা ভ্রমণ করেন না তারা আন্তর্জাতিক ফ্লাইটে কত মালামাল বহন করা যায় তা সঠিকভাবে জানেন না । কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট গুলো তাদের মালামাল বহন নীতি খুব কঠোর ভাবে পালন করে তাই আন্তর্জাতিক ফ্লাইট এ ভ্রমণের পূর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আন্তর্জাতিক ফ্লাইটে কত ওজনের পণ্য বহন করা যায়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট এর ক্ষেত্রে লাগেজ নেওয়ার ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট এর ক্ষেত্রে যারা মালামাল বহন করতে চায় তাদের অবশ্যই সেই ফ্লাইট এর মালামাল বহনের সকল শর্ত জানা উচিত। আন্তর্জাতিক ফ্লাইট এর বেশিরভাগ ক্ষেত্রে দুটি লাগেজ বহন করতে দেয় একটি হয়। আন্তর্জাতিক যে কোনও ফ্লাইটে ভ্রমণের পূর্বে অবশ্যই লাগেজ সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে হয় না হলে পরবর্তীতে কাস্টমস লাগেজ নিয়ে ঝামেলায় পড়তে হয়।
সকল আন্তর্জাতিক ফ্লাইট এর লাগেজ বহনের পরিমাণ একই নয়। ফ্লাইট এর, কোন দেশ থেকে কোন দেশে যাওয়া হবে, টিকিটের ধরন অনুসারে লাগেজ বহনের পরিমাণ বেশি রকম হয়ে থাকে। আবার অতিরিক্ত মালামাল বহনের জন্য অতিরিক্ত ফি দিয়ে তা বহন করা যায়। সাধারণ আন্তর্জাতিক ফ্লাইট এ জাতীয় একটি ব্যক্তিগত আইটেম এবং একটি ছোট সুটকেস বিনামূল্যে বহনের অনুমতি পায়। যাত্রীর কাছে ব্যক্তিগত আইটেমের মধ্যে একটি পার্স, ল্যাপটপ ব্যাকপ্যাক রাখতে পারে।
বিমানে কত কেজি ব্যাগ সাথে বহন করা যায়?
সাধারণত এয়ারলাইন্সগুলো ২ টি ব্যাগ বহন এর অনুমতি দেয় বিনামূল্যে। হ্যান্ড ব্যাগ এর ক্ষেত্রে ৭ থেকে ১০ কেজি অথবা কিছু ক্ষেত্রে ১২ কেজি বহনের অনুমতি থাকে। ক্যারি অন ব্যাগের ক্ষেত্রে ৩০ থেকে ৪৫ কেজি পর্যন্ত ওজন বহন এর অনুমতি থাকে বেশিরভাগ ফ্লাইটে। ইন্টারন্যাশনাল ফ্লাইট এর ক্ষেত্রে ইকোনমিক ক্লাসের যাত্রীরা কিছুটা কম পণ্য বহন করার সুযোগ পান। কিন্তু বিজনেস ক্লাসের যাত্রীরা এবং ফাস্ট ক্লাস এর যাত্রা তুলনামূলক বেশি পণ্য বহন করার সুযোগ পায়
এয়ারলাইন গুলি ওজনের সীমাবদ্ধতা নীতি কঠোরভাবে মেনে চলে, কারণে আপনার লাগেজ বা সুটকেসটি অতিরিক্ত ওজনের নয় তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই চেক ইন করার সময় ব্যাগের ওজন করাতে হয়। কিছু ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোর নীতিমালায় পরিবর্তন আসে এবং কিছু কিছু ভ্রমণের ক্ষেত্রে লাগেজের সাইজ কম বা বেশি এর নির্দেশ থাকে । গন্তব্যস্থল অথবা দেশ বিচারে বা ফ্লাইট এর ধরন অথবা টিকিট বিচারে কিছু সময় ওজনের পার্থক্য দেখা যায়। এছাড়াও যাত্রী কোন প্রকার ছুরি-কাঁচি খুব সহ সমস্ত ধারালো জিনিস নিজের কাছে বহন করতে পারবে না। গানপাউডার বা প্লেয়ার গান এ সমস্ত জিনিস বহন করা নিষিদ্ধ।
আন্তর্জাতিক ভ্রমণের পড়বে অথবা ভ্রমণের পরিকল্পনাকালে এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করে ব্যাকপ্যাক করা ভালো। আবার যদি আপনার অন্য বেশি হয় সে ক্ষেত্রে ফ্লাইট গুলো অতিরিক্ত ওজনের জন্য অতিরিক্ত পণ্যের জন্য কতটা ফী রাখে সে সম্পর্কেও জানতে হবে। এয়ারলাইন্সগুলোর নির্দেশনা অনুযায়ী আপনি ব্যাকপ্যাক করলে অতিরিক্ত ঝামেলা এড়িয়ে চলতে পারবেন।
বিমানে অতিরিক্ত পণ্য অবশ্যই বহন করা যায় তবে তা আপনাকে অতিরিক্ত ফি দিয়ে বহন করতে হবে। আপনি বিনামূল্যে যে পরিমাণে পণ্য বহন করতে পারবেন তা যদি অতিক্রম করে অর্থাৎ অতিরিক্ত পণ্য বহনের ক্ষেত্রে আপনার এই অতিরিক্ত ফি দিতে হবে। ইন্টার্নেশনাল এয়ারলাইনস গুলোর বেশির ভাগই অতিরিক্ত পণ্যের জন্য ১০০ থেকে ১৫০ ডলার এর মত চার্জ করে তবে ফ্লাইট ভেদে এবং ওজনের কমবেশি অনুযায়ী তা কিছুটা কমতে পারে অথবা বাড়তে পারে।
যারা অতিরিক্ত লাগেজ বহন করতে চান বা অনেক বেশি পণ্য নিয়ে যেতে চান তারা অবশ্যই অতিরিক্ত লাগে স্পেস ক্রয় করে নিবেন। অনেক সময় বিমানবন্দরের চেকইন করার সময় অতিরিক্ত লাগেজ স্পেস ক্রয় করার জন্য বেশি অর্থ নেওয়া হয় তাই আপনি যদি মনে করেন যে অতিরিক্ত ওজন বহন করতে করবেন তাহলে অবশ্যই আপনাকে পূর্বেই অতিরিক্ত লাগেজ স্পেস ক্রয় করা ভালো।
আন্তর্জাতিক ফ্লাইট এর লাগেজ তথ্য সঠিকভাবে জানতে এবং আপডেট তথ্য জানতে আপনাকে অবশ্যই যে ফ্লাইটে ভ্রমণ করতে চলেছেন সে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফ্লাইট গুলো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের এই নীতিমালায় পরিবর্তন আনে তাই সে সম্পর্কেও জানতে হবে আপনাকে ফ্লাইট এর পূর্বেই। আর অতিরিক্ত ব্যাকপ্যাক হয়ে গেলে তো আপনাকে অতিরিক্ত লাগেজ স্পেস ক্রয় করতেই হবে।
শেষ কথা
আশা করছি বিমানে কয়টি ব্যাগ ও কত কেজি মালামাল সাথে নেওয়া যায় তা সম্পর্কে আপনি জানতে পেরেছেন। বিমানে কয়টি ব্যাগ ও কত কেজি মালামাল সাথে নেওয়া যায় এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।