প্রযুক্তি

মেট্রোরেল এর টিকিট কাটার নিয়ম ২০২৩- মেট্রোরেলের টিকিট কাটতে হবে যেভাবে

ঢাকা মেট্রোরেল চালু হচ্ছে আজ ২৮ নভেম্বর ২০২২ তারিখ হতে। যারা মেট্রোরেল এ ভ্রমন করবেন তাদের অবশ্যই জেনে নেয়া প্রয়োজন কিভাবে মেট্রো রেল এর টিকিট কাটবেন । যেহেতু বাংলাদেশে এটি প্রথম মেট্রোরেল তাই সকলের কাছেই এই বিষয়টি নতুন। সেজন্যই আমরা এই নিবন্ধে আলোচনা করেছি  কিভাবে মেট্রো রেল এর টিকিট কাটবেন । তাই আপনি যদি মেট্রোরেল এ ভ্রমন করতে চান অবশ্যই আমাদের এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন। 

প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত চলবে মেট্রোরেল । প্রথম পর্যায়ে এই দুই স্টেশন ব্যতিত আর কোনো স্টেশনে ট্রেন থাকবে না । 

মেট্রোরেল এর টিকিট দুই রকম । একটি স্থায়ী টিকিট এবং অস্থায়ী টিকিট । 

স্থায়ী টিকিট ( নিয়মিত যাত্রিদের জন্য)

২০০ টাকা দিয়ে যাত্রিরা একটি কার্ড সংগ্রহ করতে পারবেন । এই কার্ডের মেয়াদ ১০ বছর । কার্ডে রিচার্জ করা যাবে মেত্রোরেল এর স্টেশন থেকে। আপাতত শুধু স্টেশনের ভেতর থেকেই কার্ডে রিচার্জ করার সিস্টেম থাকলেও পরবর্তীতে যাত্রিরা স্টেশনের বাহিরে থেকেও কার্ডে  রিচার্জ  এর সুবিধা পাবেন । 

যারা মুলত নিয়মিত অফিস বা অন্যান্য কাজে মেট্রোরেল এ ভ্রমন করবেন তাদের জন্য এই কার্ড করে নেয়া অনেক সুবিধার। এর মাধ্যমে প্রতিবার টিকিট কাটার ঝামেলা এড়ানো যাবে । এমআরটি পাসের  জন্য যাত্রীকে প্রথমে একটি টিকিট কিনলেই হবে। টাকা শেষ হলে প্রতিবার  রিচার্জ করতে হবে। এই কার্ড যাত্রির কাছেই থেকে যাবে । এটি জমা দিতে হবে না । 

অস্থায়ী টিকিিট (অনিয়মিত যাত্রীদের জন্য)

যেসকল যাত্রিরা নিয়মিত মেট্রোরেল এ যাত্রা করবেন না তাদের জন্য এই টিকিট এর ব্যবস্থা । এই টিকিটও যাত্রিরা সংগ্রহ করতে পারবেন স্টেশনের ভেতর থেকে। বর্তমানে শুধু ৬০ টাকা মুল্যের টিকিট আছে যেটি দিয়ে উত্তরা থেকে আগারগাও এবং আগারগাও থেকে উত্তরা ভ্রমন করতে পারবেন যাত্রিরা । তবে মেত্ররেল পুরোপুরি চালু হলেই সকল স্টেশন থেকেই যাত্রিরা টিকিট নিতে পারবেন । সেক্ষেত্রে সর্বনিম্ন ২০ টাকা দিয়ে যাত্রিরা মেট্রোরেল এর অস্থায়ী টিকিট ক্রয় করতে পারবেন । 

সিঙ্গেল জার্নির জন্য যাত্রীকে প্রতিবার যাত্রার আগে টিকিট কাটতে হবে। যাত্রা শেষ করে টিকিট স্টেশনের দরজায় জমা দিয়ে আসতে হবে।  এই টিকিট জমা না দিলে দরজা খুলবে না এবং যাত্রী স্টেশন থেকে বের হতে পারবে না।

টিকিট কাটার নিয়ম

আপাতত মেট্রোরেলের দুইটি স্টেশন থেকেই যাত্রিরা টিকিট কাটতে পারবে। সয়ংক্রিয় মেশিন এর মাধ্যমে এবং স্টেশনে থাকা কাউন্টার এর টিকিট কর্মীদের কাছে থেকে সংগ্রহ করা যাবে টিকিট । 

সয়ংক্রিয় মেশিন এর মাধ্যমে টিকিট কাটবেন যেভাবেঃ

  • প্রথমে মনিটরে বাংলা অথবা ইংরেজি অপশন নির্বাচন করুন
  • সিঙ্গেল ও পারমানেন্ট জার্নির জন্য টিকিট নির্বাচন করতে করুন
  • গন্তব্যের তালিকা থেকে আপনার গন্তব্যস্থল সিলেক্ট করুন। (কোন স্টেশনের কত ভাড়া সেই তালিকা দেওয়া থাকবে)
  • টিকিট সংখ্যা নির্বচন করুন (সিঙ্গেল জার্নির জন্য একজন যাত্রী একবার যাত্রায় পাঁচটির বেশি টিকিট কাটতে পারবে না)
  • এর পরে Ok বোতাম প্রেস করলেই টাকা প্রবেশ করানোর সিগনাল আসবে
  • মেশিনে সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার টাকা প্রবেশ করানো যাবে
  • টাকা প্রবেশ করালেই টিকিট বের হয়ে আসবে

মেট্রোরেল এর টিকিট সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করে থাকে আমাদের ওয়েবসাইট । মেট্রোরেল এর টিকিট কাটার নিয়ম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button