
Avatar দিয়ে কভার ফটো পরিবর্তনের নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। এর আগে Avatar এর সাহাজ্যে প্রোফাইল পিকচার পরিবর্তন এর মতো ফিচার ফেসবুক নিয়ে এসেছিল এবং ফেসবুক তার সর্বশেষ আপডেটে Avatar দিয়ে কভার ফটো পরিবর্তনের ফিচারটি নিয়ে আসলো। এখন থেকে যেকোনো ফেসবুক ব্যবহারকারী তার একটি Avatar তৈরি করে সেই Avatar দিয়ে বানিয়ে নিতে পারবে ইচ্ছা মতো কভার ফটো। কভার ফটো বানানোর সময় ছবির ব্যাকগ্রাউন্ড বা পোজ চেঞ্জ করে নিতে পারবেন ।
মেটা ইতিমধ্যেই তাদের ভিশন এর কথা জানিয়েছে । Avatar দিয়ে কভার ফটো তৈরি করা এখন মেটার এই ভার্চুয়াল চিন্তার একটি ধাপ । অনেকেই ইতিমধ্যে তাদের কভার ফটো পরিবর্তন করেছেন Avatar ব্যবহার করে। অনেকে Avatar ব্যাবহার করে কভার ফটো চেঞ্জ করতে চাইলেও কিভাবে পরিবর্তন করে তা জানে না বলে চেঞ্জ করতে পারছে না।
Avatar ফেকবুক কভার ফটো কি?
Avatar আপনার মতো একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে সক্ষম। আপনি আপয়ার মতো কমান্ড দিয়ে একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন এর পরে সে কার্টুন ক্যারেক্টার দিয়ে ফেসবুক কমেন্ট বা প্রোফাইল পিকচার ও বানাতে পারবেন। সংশয়বাদকে বাদ দিয়ে, Facebook-এর সর্বশেষ অবতার সংযোজন আপনাকে আপনার অবতারকে নিজের প্রতিনিধিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করার এবং সেই ব্যক্তিত্বের সাথে আপনার অনলাইন কার্যকলাপকে সারিবদ্ধ করার আরেকটি উপায় প্রদান করতে পারে, যা VR এবং AR স্থানগুলির মধ্যে ক্রমবর্ধমান আদর্শ হয়ে উঠবে।
আপনি নিজের একটি 3D কার্টুন বানিয়ে সেই কার্টুনটিকে নিজের ইচ্ছামতো ম্পোজ দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন।
কিভাবে Avatar এর মাধ্যমে ফেসবুক কভার ফটো চেঞ্জ করবেন
- ফেসবুক কভার ফটো চেঞ্জ করার জন্ত ফেসবুক এ লগ ইন করুন
- আপনার প্রোফাইল এ ক্লিক করুন
- এখানে কভার ফটোর উপরে নিচের মতো একটি অপশন পাওয়া যাবে
- এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড এবং পোজ নামের দুইটি সেকশন পাবেন
- প্রথমে আপনার Avatar এর পোজ সিলেক্ট করে নিন
- এর পরে ব্যাকগ্রাউন্ড সেকশন হতে পছন্দ মতো ব্যকগ্রাউন্ড দিয়ে দিন
- এবার সবগুলো কাজ শেষ হলে এবং একটি ভালো ব্যাকগ্রাউন্ডের সাথে একটি ভালো পোজ সিলেক্ট করে কভার ফটো আপডেট করুন।
Avatar দিয়ে এভাবে খুব সহজে ফেসবুক কভার ফটো চেঞ্জ করা যাবে। যারা নিজের Avatar দিয়ে ফেসবুক কভার ফটো পরিবর্তন করতে চায় তারা উপরের নিয়ম অনুসরন করে খুব সহজে ফেসবুক কভার ফটো পরিবর্তন করে নিতে পারবেন।
শেষ কথা
আশা করছি Avatar দিয়ে ফেসবুক কভার ফটো বানানোর নিয়ম ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। Avatar দিয়ে ফেসবুক কভার ফটো বানানোর নিয়ম ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।