
এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবেন – জেনে নিন
এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবেন তা নিয়ে অনেকেই দুসচিন্তায় থাকেন । যারা এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবেন তা নিইয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই নিবন্ধ । এসএসসি ফলাফল দেখার কয়েকটি নিয়ম রয়েছে । আমরা এই নিবন্ধে এসএসসি ফলাফল ২০২২ দেখার সকল নিয়ম আলোচনা করেছি।
এসএসসি ফলাফল ২০২২ প্রকাশিত হতে চলেছে । এসএসসি পরিক্ষা ২০২২ এ যারা অংশ নিয়েছেন তাদের ফলাফল এটি। এসএসসি ফলাফল ২০২২ প্রকাশ হলে সকল শিক্ষার্থী একই সাথে এসএসসি ফলাফল চেক করতে চায় যার ফলে সার্ভার জ্যাম হয়ে যায় । তাই আপনার অবশ্যই এসএসসি ফলাফল ২০২২ দেখার নিয়ম গুলো জেনে নেয়া প্রয়োজন।
এসএসসি ফলাফল ২০২২ দেখার নিয়ম
এসএসসি ফলাফল ২০২২ দেখা যায় অনলাইনে, এসএমএস এর মাধ্যমে এবং এপ এর মাধ্যমে । এই নিবন্ধে আমরা এসএসসি ফলাফল দেখার সবগুলো নিয়ম আলোচনা করেছি।
অনলাইনে এসএসসি ফলাফল ২০২২ চেক করার পদ্ধতি
এসএসসি ফলাফল অনলাইনে চেক করার জন্য প্রয়োজন হয় একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার/ল্যাপটপ । যে কোনো শিক্ষার্থী একটি স্মার্ট ডিভাইস ব্যবহার করে এবং ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে চেক করে নিতে পারবেন এসএসসি ফলাফল ২০২২।
অনলাইনে এসএসসি ফলাফল ২০২২ চেক করতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন
- www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিসিট করুন
- পরীক্ষা: আপনার এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে অনুগ্রহ করে পরীক্ষা এসএসসি/দাখিল এবং (এসএসসি ভোকেশনাল) নির্বাচন করুন।
- বছর: আপনার এসএসসি পাসের বছর নির্বাচন করুন, এখানে, আপনার পাসের বছর হল 2022।
- বোর্ড: আপনি আপনার শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে পারেন। আপনি তালিকায় সমস্ত বোর্ডের নাম দেখতে পাবেন।
- রোল: রোল বক্সে আপনার এসএসসি 6 ডিজিটের রোল নম্বর টাইপ করুন।
- রেজিস্ট্রেশন নম্বর: রেজি: নো বক্সে আপনার রেজিস্ট্রেশন নম্বর বক্সে টাইপ করুন।
- গণিত উত্তর: বক্সে গণিত প্রশ্নের উত্তর টাইপ করুন।
- অবশেষে, জমা দিন: আপনার ফলাফল পরীক্ষা করতে জমা বোতামে ক্লিক করুন।
- রিসেট: আপনি যদি অন্য ফলাফল চেক করতে চান, আবার শুরু করতে রিসেট বোতামে ক্লিক করুন।
এই নিয়মে মাত্র ৩০ সেকেন্ডে চেক করে নিতে পারবেন। এছাড়া eboardresults.com এর মাধ্যমেও এসএসসি ফলাফল ২০২২ চেক করা যায় । এই নিয়মে এসএসসি ফলাফল চেক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন। ‘
- আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে eboardresults.com এ যান অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করুন।
- রেজাল্ট পেজে ক্লিক করুন
- পরীক্ষা, বছর এবং বোর্ডের নাম নির্বাচন করুন
- শিক্ষার্থীদের ফলাফল পরীক্ষা করতে পৃথক ফলাফল নির্বাচন করুন বা সম্পূর্ণ ইনস্টিটিউট ফলাফল পরীক্ষা করতে
- প্রতিষ্ঠানের ফলাফল নির্বাচন করুন
- সমস্ত তথ্য প্রদান করুন এবং ফলাফল বাটনে ক্লিক করুন
- আপনার ফলাফল প্রদর্শিত হবে
এসএমএস এর মাধ্যমে এসএসসি ফলাফল ২০২২ চেক করা যাবে। এসএমএস এর মাধ্যমে এসএসসি ফলাফল ২০২২ চেক করতে নিচের নিয়ম অনুসরন করুন।
SSC<BOARD<space>ROLL<space>
YEAR পাঠিয়ে দাও 16222
Example: SSC DHA 123456 2021 পাঠিয়ে দাও 16222মাদ্রাসা বোর্ড :
SSC<space>MAD<space>ROLL<space>YEAR পাঠিয়ে দাও 16222 কারিগরি শিক্ষা বোর্ড :
SSC<space>TEC<space>ROLL<space>YEAR পাঠিয়ে দাও 16222
শেষ কথা
আশা করছি এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবেন তা সম্পর্কে আপনি জানতে পেরেছেন। এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবেন এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।