এইচএসসি

এইচএসসি পরিক্ষায় কত পেলে পাশ ২০২২ । এইচএসসি পরীক্ষার পাশ নম্বর ও এ প্লাস নম্বর ২০২২

এইচএসসি পরীক্ষার পাশ নম্বর ২০২২। এইচএসসি পরিক্ষায় কত পেলে পাশ তা নিয়ে আমাদের এই নিবন্ধ । যেহেতু এইচএসসি পরীক্ষার পাশ নম্বর নিয়ে অনেকেই বিভ্রান্ত তাই এই নিবন্ধ পড়ে আপনারা পাশ নম্বর সম্পর্কে ধারনা পাবেন বলে আশা করছি।

এইচএসসি পরিক্ষা ২০২২ শেষ হয়েছে এবং এখন শিক্ষার্থীরা তাদের ফলাফল এর অপেক্ষা করছে । অনেকে আছে তাদের ফলাফল নিয়ে চিন্তিত। অনেকেই জানেন না এইচএসসি পরিক্ষা ২০২২ এ কত নম্বর পেলে পাশ । আবার এইচএসসি পরিক্ষায় কত নম্বর পেলে এ প্লাস এবং কত নম্বরে কোন গ্রেড তা সম্পর্কেও অনেকের ধারনা নেই। তাদের জন্যই আমাদের এই নিবন্ধ ।

এইচএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক পাশ নম্বর ২০২২

এইচএসসি পরিক্ষা ২০২২ যেহেতু এইচএসসি পরিক্ষা ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস এবং সল্প নম্বরে অনুষ্ঠিত হয়েছে তাই এইচএসসি পরীক্ষার পাশ নম্বর এবং এইচএসসি পরীক্ষার গ্রেড সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা কম। এই নিবন্ধে এইচএসসি পরীক্ষার পাশ নম্বর কত তা জানানো হয়েছে এবং সকল বিষয়ে আলাদা আলাদা ভাবে পাশ নম্বর দেয়া হয়েছে। এইচএসসি এবারে এইচএসসি পরিক্ষা ২০২২ সকল বিষয়ে একই পূর্ণমান ছিলো না। তাই সাবজেক্ট অনুযায়ী পাশ নম্বর ভিন্ন এবং এ প্লাস এর নম্বরও ভিন্ন। 

এইচএসসি সকল সাব্জেক্ট এর পাশ নম্বর ও এ প্লাস নম্বর ২০২২

পরীক্ষার বিষয় পূর্ণমান A+ নম্বর  পাশ নম্বর
বাংলা ১ম  ৫৫ ৪৪ ১৯
বাংলা ২য় ৫৫ ৪৪ ১৯
গনিত ৫৫ ৪৪ ১৯
পৌরনীতি ৫৫ ৪৪ ১৯
অর্থনীতি ৫৫ ৪৪ ১৯
ইতিহাস ৫৫ ৪৪ ১৯
ভুগোল ৫৫ ৪৪ ১৯
হিসাব বিজ্ঞান ৫৫ ৪৪ ১৯
পরীক্ষার বিষয় পূর্ণমান A+ নম্বর  পাশ নম্বর
ইংরেজি ১ম  ৫০ ১৬
ইংরেজি ২য় ৫০ ৪৪ ১৬
পরীক্ষার বিষয় পূর্ণমান A+ নম্বর  পাশ নম্বর
পদার্থ বিজ্ঞান ৪৫ ৩৬ ১৫
রসায়ন ৪৫ ৩৬ ১৫
জীববিজ্ঞান ৪৫ ৩৬ ১৫
উচ্চতর গনিত ৪৫ ৩৬ ১৫
গারস্থ বিজ্ঞান ৪৫ ৩৬ ১৫
কৃষি শিক্ষা ৪৫ ৩৬ ১৫

 

এইচএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়ের পাশ নম্বর ও A+  নম্বর ২০২২

এইচএসসি পরীক্ষায় মোট ৫ টি আবশ্যিক বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১ম, বাংলা ২য় , ইংরেজি ১ম, ইংরেজি ২য়, গণিত বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা ১ম, বাংলা ২য়, গনিত বিষয়ে ৫৫ নম্বরের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই সাবজেক্ট গুলোর A+ নম্বর ৪৪ এবং পাশ নম্বর ১৯। ইংরেজি ১ম এবং ইংরেজি ২য় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৫০ নম্বরের। এই সাবজেক্ট দুটির পাশ নম্বর ১৬ এবং এ প্লাস নম্বর ৪০।

এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের পাশ নম্বর ও A+  নম্বর ২০২২

এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গনিত চারটি বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই চারটি বিষয়ে ৪৫ নম্বরের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেহেতু এই চারটি বিষয়ের ব্যবহারিক পরিক্ষা আছে তাই এই মোট ৪৫ নম্বরের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর পাশ নম্বর ১৫ এং এ প্লাস পেতে হলে শিক্ষার্থীদের ৩৬ নম্বর পেতে হবে। 

এইচএসসি ব্যবহারিক সমাধান ২০২২ দেখুন

এইচএসসি পরীক্ষার মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাশ নম্বর ও A+  নম্বর ২০২২

এইচএসসি পরীক্ষার মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের  পরিক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে ৫৫ নম্বরের। এই সাব্জেক্ট গুলোর পাশ নম্বর ১৯ এবং এ প্লাস নম্বর ৪৪।

এইচএসসি সকল পরীক্ষার পাশ নম্বর 

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার পাশ নম্বর ২০২২ । এইচএসসি  রসায়ন পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি উচ্চতর গনিত পরীক্ষার পাশ নম্বর ২০২২ । এইচএসসি গারস্থ বিজ্ঞান পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি কৃষিশিক্ষা পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি ইংরেজি ১ম পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি ইংরেজি ২য় পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি বাংলা ১ম পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।

এইচএসসি বাংলা ২য় পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি গনিত পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি পৌরনীতি পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি অর্থনীতি পরীক্ষার পাশ নম্বর ২০২২ ।এইচএসসি ইতিহাস পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি ভুগোল পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষার পাশ নম্বর ২০২২।এইচএসসি ব্যবসায় উদ্যোগ পরীক্ষার পাশ নম্বর ২০২২। এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং  পরীক্ষার পাশ নম্বর ২০২২।

শিক্ষার্থীরা এইচএসসি পরিক্ষা ২০২২ শেষ করে এখন ফলাফল এর জন্য অপেক্ষা করছে। এইচএসসি ফলাফল প্রকাশের তারিখ ২০২২  এবং এইচএসসি ফলাফল চেক করার নিয়ম ২০২২ সম্পর্কে শিক্ষার্থীদের জানা প্রয়োজন । এইচএসসি ফলাফল সম্পর্কিত সকল তথ্য নিয়মিত পেতে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত চেক করুন।

শেষ কথা

আশা করছি এইচএসসি পরীক্ষার পাশ নম্বর ও এ প্লাস নম্বর ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। এইচএসসি পরীক্ষার পাশ নম্বর ও এ প্লাস নম্বর ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরো দেখুনঃ  এইচএসসি ফলাফল ২০২৩ কবে দিবে? সময় ও তারিখ জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button