এইচএসসি

এইচএসসি ব্যবহারিক/প্র্যাক্টিক্যাল সমাধান ২০২৩

এক নজরে

এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক সমাধান ২০২৩ ।যারা ২০২৩ সালে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করবে তাদের ব্যবহারিক পরিক্ষা দিতে হবে এবং ব্যবহারিক খাতা ও প্রস্তুত করে রাখতে হবে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরিক্ষার সিলেবাস শিক্ষামন্ত্রনালয় থেকে প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ব্যবহারিক পরিক্ষার সিলেবাস অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের খাতা প্রস্তুত করতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক ব্যবহারিক সিলেবাস ও সমাধান পেতে ভিসিট করুন www.resultinsiderbd.com । 

 

এইচএসসি ব্যবহারিক সমাধান ২০২৩

এইচএসসি ব্যবহারিক সিলেবাস সম্পর্কিত যাবতীয় নির্দেশনা শিক্ষার্থীরা পাবে প্রতিষ্ঠান হতে। অনেক প্রতিষ্ঠান আগে থেকেই শিক্ষার্থীদের ব্যবহারিক খাতা প্রস্তুতির নির্দেশনা দেয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা নাও দিতে পারে সে ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই নিজ দায়িত্বে খাতা প্রস্তুত করতে হবে।

যে সকল প্রতিষ্ঠান থেকে নির্দেশনা দেওয়া হয় না সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষককে জিজ্ঞাসা করা অথবা কবে কিভাবে খাতা প্রস্তুত করতে হবে তা সম্পর্কে জেনে নাও। ব্যবহারিক সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীর খাতায় ব্যবহারিক গুলো প্রস্তুত করতে হবে।

এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কিছু নির্দিষ্ট ব্যবহারিক নির্ধারণ করে দেয়া হতে পারে। যদি তেমনটা না হয় এবং কোন শিক্ষাপ্রতিষ্ঠান যদি নির্দিষ্ট কোন ব্যবহারিক না দেয় সে ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের ইচ্ছামতো ব্যবহারিক করতে পারবে। ব্যবহারিক খাতা প্রস্তুতি অবশ্যই সতর্কতার সাথে করতে হবে।

এইচএসসি ব্যবহারিক পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা ২০২৩ সম্পন্ন হওয়ার পর। তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে তত্ত্বীয় পরীক্ষার পর খুব বেশি সময় পাওয়া যায় না তাই পূর্বেই ব্যবহারিক খাতা প্রস্তুত করে রাখতে হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ ব্যবহারিক খাতা সিগনেচার এর ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা দেয় সেগুলো অবশ্যই শিক্ষার্থীদের মেনে চলা উচিত।

প্রথমে শিক্ষা মন্ত্রণালয় হতে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ব্যবহারিক সিলেবাস সম্পর্কিত যে নির্দেশনা সিলেবাস দেওয়া আছে তা দেখতে হবে। পরে শিক্ষা প্রতিষ্ঠান সাথে যোগাযোগ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনাগুলো মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত যে সকল ব্যবহারিক গুলো করতে বলবে সেগুলো সঠিকভাবে করতে হবে। এরপরে যে বিষয়ের খাতা সে বিষয়ের শিক্ষক এর থেকে খাতা স্বাক্ষর করে নিতে হবে।

খাতা স্বাক্ষর করা শেষে খাতা নিজের কাছে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষণ করতে হবে। বোর্ড থেকে যদি নির্দেশনা দেয় খাতা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে একটি নির্ধারিত তারিখ দেওয়া হয়। অবশ্যই সে নির্ধারিত তারিখের মধ্যে ব্যবহারিক খাতা সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বোর্ড থেকে যদি শিক্ষার্থীর কাছে খাতা রাখতে বলে সে ক্ষেত্রে সতর্কতার সাথে খাতা সংরক্ষণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষার খাতা নিয়ে যেতে হবে।

এইচএসসি ব্যবহারিক খাতা লেখার নিয়ম ২০২৩

এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা প্রত্যেক সময় অবশ্যই বেশ কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা প্রস্তুতিতে অবশ্যই বাইন্ডিং থাকা প্রয়োজন হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যদি কোন নির্ধারিত খাতা ব্যবহার করতে বলে সে ক্ষেত্রে সে খাতায় ব্যবহার করতে হবে ।

প্র্যাকটিক্যাল খাতা বা ব্যবহারিক খাতা যে কোন লাইব্রেরীতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে যে বিষয়ে প্র্যাকটিক্যাল খাতা যেন সে বিষয়ের হয়। প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক খাতা ইন্ডেক্স সঠিক ভাবে লিখতে হবে। প্রত্যেকটি পরীক্ষার শিরোনামঃ সঠিকভাবে উল্লেখ করতে হবে। এছাড়া প্র্যাকটিক্যাল খাতা লেখার যে সকল নিয়ম গুলো শিক্ষাপ্রতিষ্ঠান বা বোর্ড থেকে বলা হয় সেগুলো মেনে প্র্যাকটিক্যাল খাতা সম্পন্ন করতে হবে।

 

এইচএসসি প্রাকটিক্যাল খাতা ২০২৩ কবে জমা দিতে হবে

এইচএসসি প্রাকটিক্যাল খাতা ২০২৩ দুইভাবে জমা দেওয়া যায়। শিক্ষার্থীকে অবশ্যই বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া আছে তা মানতে হবে। অনেক সময় বোর্ড থেকে বলা হয় শিক্ষার্থীর প্রতিষ্ঠানে ব্যবহারিক খাতা প্রস্তুত করে জমা দিতে হবে। অনেক সময় শিক্ষার্থীকে নিজেদের কাছেই ব্যবহারিক খাতা সম্পন্ন করে রাখতে হয়।

ব্যবহারিক পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা ব্যবহারিক খাতা নিয়ে যেতে হয়। ব্যবহারিক খাতা অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়।

যদি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক খাতা জমা দিতে বলে সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে তারিখ নির্ধারণ করে দেয়া হয় সে তারিখের মধ্যেই খাতা জমা দিতে হবে। যদি নিজের কাছে খাতা রাখার নির্দেশনা থাকে সেক্ষেত্রে খাতা ভালো ভাবে সংরক্ষন করে পরীক্ষার দিনে সাথে করে নিয়ে যেতে হবে।

খেয়াল রাখতে হবে খাতা যেন অবশ্যই প্রস্তুত থাকে এবং খাতায় যেন শিক্ষা বোর্ড থেকে ব্যবহারিক পরীক্ষার ২০২৩ এর সিলেবাস অনুযায়ী ব্যবহার করা থাকে।

এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা সমাধান ২০২৩

এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের বিষয় গুলোর ব্যবহারিক নেওয়া হয়ে থাকে। এছাড়া কৃষি শিক্ষা বিষয়ে ব্যবহারিক নেওয়া হয়। তাই ব্যবহারিক নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এখানে বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের ব্যবহারিক সমাধান পাওয়া যাবে। এছাড়া কৃষি শিক্ষা বিষয় এর এইচএসসি ২০২৩ ব্যবহারিক সমাধান পাওয়া যাবে। প্রথমে যেহেতু এইচএসসি ব্যবহারিক সিলেবাস ২০২৩ জানতে হবে শিক্ষার্থীদের। এইচএসসি ব্যবহারিক সিলেবাস ২০২৩ পাওয়া যাবে এই ওয়েবসাইটেই। সার্চ অপশন ব্যবহার করে এইচএসসি ব্যবহারিক সিলেবাস ২০২৩ খুঁজে নিতে পারেন।

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র ব্যবহারিক সমাধান ২০২৩

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান ব্যবহারিক সমাধান ২০২৩ এখানে দেওয়া হলো। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পদার্থ বিজ্ঞান পরীক্ষার জন্য শিক্ষার্থীরা অনেকেই ভালোভাবে প্রস্তুতি নেয়। এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফলের জন্য অবশ্যই এইচএসসি পদার্থবিজ্ঞান এর ব্যবহারিক খাতায় ভালো নম্বর পাওয়া প্রয়োজন। আর পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই ব্যবহারিক খাতা ভালো ভাবে প্রস্তুত করতে হবে । এখানে এইচএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিক সমাধন ২০২৩ সংযুক্ত করা হলো।

শিক্ষার্থীরা তাদের সুবিধামত ব্যবহারিক গুলো ভালো ভাবে সম্পন্ন করবেন। এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান ব্যবহারিক বিষয় এর কোন টপিক জানতে চাইলে তা কমেন্ট করে জানাতে পারো।

 

1

2

3

4

 

6

7

8

9

10

11

12

 

14

15

16

17

18

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র ব্যবহারিক সমাধান ২০২৩

এইচএসসি উচ্চতর গণিত ব্যবহারিক সমাধান ২০২৩

উচ্চতর গণিত ব্যবহারিক সমাধান ২০২৩ এখানে দেওয়া। উচ্চতর গণিত ব্যবহারিক সমাধান অনেকেই খুঁজে থাকে কারণ তাদের ব্যবহারিক বিষয়ে খুব একটা বেশি ধারণা থাকে না। এইচএসসি উচ্চতর গণিত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই উচ্চতর গণিত ব্যবহারিক খাতা ভালো ভাবে প্রস্তুত করা প্রয়োজন। এখানে নমুনা ব্যবহারিক গুলো দেওয়া আছে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে যেসকল নির্দেশনা বা মান দেওয়া থাকে ব্যবহারিক এর জন্য সেগুলো অবশ্যই মেনে ব্যবহারিক খাতা প্রস্তুত করতে হবে। ব্যবহারিক খাতায় কিছু সংযোজন ও বিয়োজন করতে পারো সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান এর সাহায্য নিতে হবে।

ব্যবহারিক :
 
১. রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় : (ক) অন্তবিভক্তকারী  ও  (খ) বহিঃবিভক্তকারী
 
২. শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়
 
৩. সরলরেখার সমীকরণের লেখচিত্র অংকন
 
৪. লেখচিত্র হতে সরলরেখার সমীকরণ নির্ণয়
 
৫. অক্ষরেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয়
 
৬. নির্দিষ্ট রেখার সাপেক্ষে প্রতিচ্ছবি নির্ণয় : (ক) বিন্দু   ও   (খ) রেখাংশ
 
৭. (x – a)2 + (y – b)2 = c2 সমীকরণ লেখচিত্র(মুক্তহস্তে ও গ্রাফপেপারে) অংকন এবং কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয়
 
৮. ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া হলে ইপ্সিত কোণের মান নির্ণয়
 
৯. ত্রিভুজের যেকোনো দুইটি কোণের মান এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ইপ্সিত বাহুর দৈর্ঘ্য নির্ণয়
 
৭. ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মান দেওয়া আছে ইপ্সিত কোণের মান নির্ণয়
 
১১. নির্দিষ্ট বিন্দুর সন্নিকটে ফাংশনটির লেখকে আসন্নভাবে ঐ বিন্দুতে স্পর্শকের লেখ দ্বারা স্থানীয়ভাবে প্রতিস্থাপন
 
১২. y = f(x) সমীকরণের লেখ ও x-অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আসন্ন মান নির্ণয়
 
 

image
1-1-Copy
1-3-Copy
1-4-Copy
1-5-Copy
1-6-Copy
1-7-Copy
1-12-Copy
1-13-Copy
1-14-Copy
1-18-Copy
1-19-Copy
1-20-Copy
1-21-Copy
1-22-Copy
1-23-Copy
1-24-Copy
1-25-Copy
1-26-Copy
1-27-Copy
1-28-Copy
1-29-Copy

 
 
 
 

এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক সমাধান ২০২৩

 
 

এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক সমাধান ২০২৩ এখানে দেওয়া আছে। এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা ভালো হবে দিতে হবে। এর জন্য আপনার ব্যবহারিক খাতা অবশ্যই ভালোভাবে প্রস্তুত করতে হবে আগে থেকে। এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক খাতা যে সকল ছবি আঁকতে হয় সেগুলো অবশ্যই ভালোভাবে আঁকতে হবে। সম্পূর্ণ ব্যবহারিক করতে হবে পেন্সিল ব্যবহার করে। কলম ব্যবহার করা যেতে পারে সে ক্ষেত্রে শিক্ষকের অনুমতি নিতে হবে। এবং শিক্ষক যে কোনো নির্দেশনা দিলে সেগুলো সংযোজন ও বিয়োজন করা যেতে পারে। এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক খাতা ২০২৩ প্রস্তুত করলে ব্যবহারিক পরীক্ষায় সম্পন্ন নাম্বার পাওয়া যায়।
নিচের অংশে এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক সমাধান ২০২৩ সংযুক্ত করা হলো।

ব্যবহারিক :

১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর ।

২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (আ্যামিবা) পর্যবেক্ষণ কর ।

৩। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা ।

৪ । কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ ।

৫ । উভিদের রস উত্তোলন পরীক্ষণ ।

৬। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ ।

৭। সালোকসংশ্রেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা ।

৮। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয় ।

 

১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর ।

 

1a

1

২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (আ্যামিবা) পর্যবেক্ষণ কর ।

2a
2

৩। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা 

3a
3

৪ । কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ ।

4

৫ । উভিদের রস উত্তোলন পরীক্ষণ 
4a
4b
5
5a

৬। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ 
6-1

6a-1
6a
6b
6c

7a

7

 

 

এইচএসসি রসায়ন ব্যবহারিক সমাধান ২০২৩

এইচএসসি রসায়ন পরীক্ষার সমাধান ২০২৩ দেওয়া হলো এখানে। এইচএসসি রসায়ন বিষয়ের ব্যবহারিক সমাধান জেনে নিতে পারবেন। রসায়ন ব্যবহারিক খুবই সতর্কতার সাথে করতে হবে এবং তৈরি করতে হবে ধীর-স্থিরভাবে। যেকোনো পরীক্ষা করার আগে তার সম্পর্কে পূর্ব সে পরীক্ষা সম্পর্কে ভালো জ্ঞান লাভ করা যায়। শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। সিলেবাস অনুযায়ী রসায়ন ব্যবহারিক গুলো খুবই সতর্কতার সাথে করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এইচএসসি রসায়ন ব্যবহারিক সমাধান ২০২৩ এখানে সংযুক্ত করা হলো।

 

ব্যবহারিক :
 
১)  বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থকণার ব্যাপন হার পরীক্ষা
২)  ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ
৩)  সোডিয়াম ক্লোরাইড/ফেরাস সালফেট লবণের কেলাস গঠন
৪)  দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ
৫)  তঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমান প্রমাণ
৬)  কার্বনেট লবণের সঙ্গে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা
 
1-Copy
1-1
1-2
1-3
1
1
2-Copy
2-1
2-2
2-3
2
2
3-Copy
3-1
3-2
3
3
4-Copy
4-1
4
4
5-Copy
6-Copy

এখান থেকে এইচএসসি ব্যবহারিক সমাধান ২০২৩ জেনে নিতে পেরেছেন। যারা তাদের কাঙ্ক্ষিত এইচএসসি ব্যবহারিক ২০২৩ খুঁজে পেতে সক্ষম হননি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ব্যবহারিক সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান রেজাল্ট ইনসাইডার বিডি টিম আপনাদের প্রদান করবেন। কোন আর্টিকেল টি পড়ার জন্য ধন্যবাদ l

আরো দেখুনঃ  নতুন এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ পিডিএফ ডাউনলোড [PDF Download]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button