
পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা এখন খুবই সহজ । ঘরে বসেই আপনি মাত্র এক ক্লিকে অনলাইনে চেক করতে পারবেন পাসপোর্টের স্ট্যাটাস। আগে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য পাসপোর্ট অফিসে যেতে হতো। বার বার পাসপোর্ট অফিসে গিয়েও অনেক সময় পাসপোর্ট এর স্ট্যাটাস জানা যেতো তা। এতে যারা পাসপোর্ট তৈরি করতে ইচ্ছুক ছিলেন তারা নানা রকম বিরম্বনার শিকার হতেন । কিন্তু বর্তমানে অনলাইনে চেক করা যায় পাসপোর্টের স্ট্যাটাস । অনলাইনে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে যে পদ্ধতি রয়েছে তা কিছুটা কঠিন মনে হলেও নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এই নিবন্ধে আপরা আপনাকে জানিয়েছি কিভাবে আপনি খুব সহজে অনলাইনে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
পাসপোর্ট এর স্ট্যাটাস কি?
পাসপোর্ট এর আবেদনের পরে যারা জানতে চান পাসপোর্ট এখন কোন পর্যায়ে আছে তাদের জন্য এটি একটি সুবিধা । এর মাধ্যমে যে ব্যাক্তি পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন তিনি জানতে পারেন তার পাসপোর্ট কতটা রেডি বা তার পাসপোর্ট বর্তমানে কোন পর্যায়ে আছে । এতে করে সে ব্যাক্তি পাসপোর্ট নিয়ে কোনো ধরনের দুসচিন্তায় পড়ে না। এছাড়া আপনার পাসপোর্ট কোনো পর্যায়ে গিয়ে আটকা পড়েছে কিনা তাও জানা যায় খুব সহজে।
কিভাবে ই পাসপোর্ট এড় স্ট্যাটাস জানা যায়?
ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে আপনাকে বাংলাদেশ এর ইমিগ্রেশন এবং পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং নিচের দেয়া পদ্ধতি অনুসরন করে চেক করে নিতে হবে আপনার পাসপোর্টের স্ট্যাটাস। ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে প্রয়োজন হবে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) অথবা এপ্লিকেশন আইডি এবং পাসপোর্টের আবেদনে দেয়া জন্ম তারিখ।
ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানার পদ্ধতি
ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানা যায় দুটি উপায়ে।
- এসএমএস এর মাধ্যমে
- অনলাইনে ইমিগ্রেশন এবং পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। ।
এই দুটি উপায়ে কিভাবে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করবেন তা নিচের অংশে বিস্তারিত আলোচনা করা আছে।
এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক
এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে নিচের পদ্ধতি অনুসরন করুন। এই পদ্ধতিতে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে একটি এসএমএস প্রেরন করতে হয় এবং এই এসএমএস এর চার্জ ২.৫০ টাকা। এই পরিমান ব্যালান্স আপনার সিমে যেন থাকে তা নিশ্চিত হইয়ে নিচের পদ্ধতি অনুসরন করুন।
- এসএমএস অপশনে প্রবেশ করুন
- START EPP এবং Application ID লিখে 16445 নম্বরে পাঠিয়ে দিন (
উদাঃ START EPP 4103-0000823451 Send 16445)
- ফিরতি এসএমএস এ আপমি আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে পারবেন।
অনলাইনে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার পদ্ধতি
মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে অনলাইনে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা যায় । অনলাইনে ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন।
- www.epassport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
- চেক স্ট্যাটাস মেনুতে, আপনার জন্ম তারিখ সহ অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি লিখুন।
- I am human লেখাটির পাশে টিক দিয়ে এবং Check বাটনে ক্লিক করে আপনি পাসপোর্ট চেক করতে পারেন।
- তাছাড়া, এই পৃষ্ঠার নীচে আপনার পাসপোর্ট চেক করার একটি বিকল্প রয়েছে।
- এছাড়াও আপনি এখান থেকে আপনার পাসপোর্ট চেক করতে পারেন।
- অনলাইনে আপনার পাসপোর্ট চেক করতে এই পৃষ্ঠায় স্ক্রোল করুন।
- অনলাইন রেজিস্ট্রেশন আইডি লিখুন। এটি OID1000001256 ধরনের একটি আইডি যা আবেদনের সারাংশ পৃষ্ঠায় পাওয়া যাবে। এছাড়াও, আপনি অ্যাপ্লিকেশন আইডিও ব্যবহার করতে পারেন।
- পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
- লেখার বাম পাশে, আমি মানুষ, টিক দিয়ে ক্যাপচা পূরণ করুন।
- চেক বোতামে ক্লিক করুন। আপনি আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন।
শেষ কথা
আশা করছি অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস চেক সম্পর্কে আপনি জানতে পেরেছেন। অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস চেক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।