নোটিশ

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম ২০২২

আমরা অনেকে ই বিভিন্ন রকম কারণে পৃথিবীর অনেক দেশেই গিয়ে থাকি। তবে যে দেশেই যায় না কেন তার জন্য প্রয়োজন ভিসার। ভিসা ছাড়া আপনি কোন দেশেই যেতে পারবেন না। তবে অনেক সময় ভিসাতে অনেক রকম ভুল ত্রুটি থেকে যায়। যার ফলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তাই ভিসা সম্পর্কে আগে থেকে ই সকল তথ্য জানা উচিত। কিন্তু অনেকেরই ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে জানা নাই।

আপনারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে অনলাইনে কাতার ভিসা চেক করা যায় তা জানতে পারবেন।

কাতার এমন একটি দেশ যা আয়তন ও জনসংখ্যায় কম হলেও বিশ্বের ধনী দেশের মধ্যে একটি কাতার পারস্য উপসাগরের একটি দেশ আরোগ উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত কাতার বাংলাদেশ থেকে চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
কাতারের স্থানীয় জনসংখ্যা ১২ থেকে ১৫ শতাংশ, বাকি ৮৫ শতাংশের কাছাকাছি জনসংখ্যা বিভিন্ন দেশ থেকে কাতারে এসেছে। স্থানীয় সংখ্যা ব্যতীত বাকি মানুষগুলো নিজের কর্মসংস্থানের উদ্দেশ্যেই কাতারে এসেছে, যাদের বলা হয় প্রবাসী।
কাতার দেখেছে ছোট্ট একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও কিভাবে উন্নয়ন বৃদ্ধি করা যায় কাতারের উন্নয়নের কারণে বলা যায় ছোট বিষয় বস্তু বা ক্ষুদ্র বস্তু কখনোই প্রয়োজনীয় বা তুচ্ছ নয়।

কাতারের ভিসা কেন চেক করবেন?

আপনি যে দেশেই ভ্রমণ করুন না কেন সে দেশের ভ্রমণের পূর্বে অবশ্যই সে দেশের ভিসা আগে চেক করে নিবেন এটা শুধু কাতারের জন্য নয়। কারণ বর্তমানে ভিসা করতে গেলে অনেক সময় দালাল সহ আরো অনেক লোকজনের মাধ্যমে ভিসাটি করা হয়ে থাকে। তাই যে সমস্ত দালালদের মাধ্যমে ভিসা করা হয়, তারা কোন রকম ভুল ত্রুটি করেছে কিনা তা দেখে নেওয়া উচিত। তাই আপনি সহজে কাতারে ভ্রমণের পূর্বে অনলাইন এর মাধ্যমে অতি দ্রুত ও সহজ পদ্ধতিতে ভিসা সম্পর্কে যাবতীয়  তথ্যগুলো জেনে নিতে পারবেন । এতে আপনি পরবর্তীতে কম ঝুঁকির মধ্যে থাকবেন। এতে আপনার সঙ্গে প্রতারণা করার সুযোগ কম থাকবে।

কাতারে কেন যাচ্ছেন, কত দিনের জন্য যাচ্ছেন, ভিসা দেখে তা জানার উপায়

আপনি কাতার  কেন যাচ্ছেন এবং কতদিনের জন্য যাচ্ছেন এই সমস্ত তথ্য ভিসা তে সঠিকভাবে আছে কিনা তা ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন। আর এই তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে না জেনে কাতারে পাড়ি জমান তাহলে আপনি অন্য ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। তাই প্রতিটি ব্যক্তির উচিত যে দেশের ভিসা করবেন তা ভালোভাবে চেক করে নাও।

ইন্টারনেটের মাধ্যমে এখন প্রায় সকল দেশের ভিসা অনলাইনে চেক করা যায় তাই প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই বিদেশ ভ্রমণের পূর্বে ভিসা চেক করে নিশ্চিত হয়ে ভ্রমণ করা উচিত। কিন্তু অনেকেরই জানা নাই যে কিভাবে ভিসা চেক করতে হয়।

কারো সহায়তা ছাড় াই নিজ মোবাইল থেকে অনলাইনে ভিসা চেক করা যায় তাহলে আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে অনলাইনে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করবেন।

অনলাইনে ভিসা চেক করার সুবিধা

অনলাইনে আপনি কারো সহযোগিতা ছাড়া সহজেই ভিসা চেক করতে পারবেন। ফলে আপনি, আপনার ভিসা সঠিক কিনা, যে কাজের জন্য ভিসা পেয়েছেন তা ঠিক আছে কিনা, যে কোম্পানির কাজ পেয়েছেন তা ঠিক কিনা, যাচাই করে নিতে পারবেন। এতে বিদেশ গিয়ে যে কোন ধরনের প্রতারণার শিকার থেকে বাঁচতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম বা পদ্ধতি

অনলাইনে কাতারের ভিসা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কাতার ভিসা চেক লিখতে জান। এখানে, Passport Number অপশন সিলেক্ট করে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং জাতীয়তা সিলেক্ট করুন। সবশেষে ক্যাপচা কোডটিপূরণ করে Submit বাটনে ক্লিক করে ভিসা যাচাই করুন।

পদ্ধতি – ১

MOI Qatar ওয়েবসাইট থেকে সরাসরি কাতার ভিসা চেকিং পেজে যেতে এই লিংকে যান কাতার ভিসা চেক লিংক। এখানে শুধুমাত্র Passport Number ও আপনার Country সিলেক্ট করে ই ভিসা চেক করতে পারবেন।

পদ্ধতি- ২:

ধাপ ১ঃ– আপনার মোবাইল বা কম্পিউটারে  Google Chrome এর অ্যাড্রেস বারে লিখুন portal.moi.gov.qa সাইটে ভিজিট করুন। বা এই লিংকে https://portal.moi.gov.qa/ ক্লিক করেও ভিজিট করতে পারেন।

ধাপ ২ঃ– যদি সাইটটি আরবিতে লোড হয় তবে ইংরেজি ভাষায় দেখার জন্য উপর থেকে English ক্লিক করুন।

এরপর Inquiries  অপশনে যান। তারপর ২ নং অপশন  Visa Services > Visa Inquiry and Printing অপশনে যান। এখানে Passport Number অপশনে টিক চিহ্ন দিন এবং বক্সে পাসপোর্ট নাম্বার সঠিকভাবে লিখুন। আপনার Nationality সিলেক্ট করতে হবে। এখানে Bangladesh সিলেক্ট করুন।

সবশেষ ক্যাপচা কোডটি/ সংখ্যাটি লিখে Submit বাটনে ক্লিক করলে আপনার কাতার ভিসার তথ্য দেখতে পারবেন। পেইজটি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে PDF হিসেবে সেভ করে  নিতে পারেন।

এখানে আপনি আপনার ভিসার ধরন (Visa Type), ভিসার উদ্দেশ্য (Purpose of Visa) ও কোম্পানীর নাম (Sponsor Name) চেক করে নিবেন।
সাধারণত Sponsor নাম আরবিতে লেখা থাকবে। তাই লেখাটি কপি করে GoogleTranslator থেকে Engish এ অনুবাদ করে নিতে পারবেন।

ভিসা চেক করার ক্ষেত্রে সতর্কতা

ভিসা চেক করার সময় কোনরকম তাড়াহুড়া করবেন না এতে ভুল Typing হতে পারে।
আপনি যদি মোবাইল থেকে কাতার ভিসা চেক করেন তাহলে প্রথমে ভিসা চেক লিংকে সরাসরি ক্লিক করেই ভিজিট করতে পারবেন। পাসপোর্ট নাম্বার এর শুরুতে ইংরেজি বর্ণ গুলো অবশ্যই বড় হাতের দিতে হবে। সবশেষে, ক্যাপচা  কোড লিখতে সঠিক ক্যাপচা কোডটি ডান পাশের বক্সে লিখুন।

শেষ কথা

যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন সবারই উচিত ভ্রমণের পূর্বে ভিসা চেক করে নেওয়া উচিত। আপনার ভিসা সঠিক কিনা সঠিকভাবে আ এসব এখন অনলাইনে সহজেই যাচাই করা যায় তাই প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই ভিসা চেক করে নেওয়া সকলেরই নিজ নিজ দায়িত।
শেষকথা
যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন, সবারই উচিত ভ্রমেণের পূর্বে ভিসা চেক করে নেয়া। ভিসা সঠিক কিনা, ভিসার ধরণ, পেশা ও কোম্পানীর নাম ঠিক আছে কিনা এসব এখন অনলাইনে যাচাই করা যায়। 

আরো দেখুনঃ  পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button