খেলা
ট্রেন্ডিং

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর তারিখ, ড্র, সময়সূচী, কিক-অফ সময় – জেনে নিন

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে এটি শুরু হবে নভেম্বর মাসের ২০ তারিখ থেকে এবং ডিসেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত চলবে। ফুটবলের এই মহা মঞ্চে ৩২ টি দল ৮ টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। নভেম্বর মাসের ২১ তারিখে কাতার ভার্সেস ইকুয়েডর ম্যাচ দিয়ে ফুটবল ২০২২ এর সূচনা হবে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে al-bait স্টেডিয়ামে।

২০২২ ফুটবল বিশ্বকাপে কাতার হোস্ট কান্ট্রি হিসেবে সর্ব প্রথম দেশ হিসেবে কোয়ালিফাই করে। এরপরে জার্মানি দ্বিতীয় অবস্থানে কোয়ালিফাই করে জার্মানি। পরবর্তীতে ডেনমার্ক, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, আর্জেন্টিনা, পর্তুগাল এর মত টিমগুলো কোয়ালিফাই করে।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর কোয়ালিফাইড টিমগুলো

ফুটবল বিশ্বকাপ ২০২২  এর গ্রুপ

ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপ ২০২২  এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ টি টিম খেলবে এবং প্রত্যেকটি গ্রুপে চারটি করে টিম আছে। গ্রুপ-এ থেকে গ্রুপ এইচ পর্যন্ত সবগুলো গ্রুপ নির্ধারণ হয়ে গেছে এবং নিচে আলাদাভাবে গ্রুপগুলো দেওয়া আছে।
এবারের ফুটবল বিশ্বকাপের আটটি গ্রুপ অনেকটাই ব্যালেন্স রয়েছে।

ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন ফরমেটে হয়

৩২ টি টিম নিয়ে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ এর প্রথম পর্ব হলো গ্রুপ পর্ব। গ্রুপ পর্বে প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপরে প্রতিটি চারটির গ্রুপ থেকে দুইটি করে দল রাউন্ড অফ সিক্সটিন এর জন্যে কোয়ালিফাই করবে। রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ নকআউট স্টেজে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং জিততে পারলে পরবর্তী কোয়ার্টার-ফাইনালে কোয়ালিফাই করবে। কোয়ার্টার ফাইনালে মোট আটটি দল কোয়ালিফাই করবে এবং সেমিফাইনালে চারটি। সেমিফাইনালে যারা জিতবে তাদের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালে যারা পরাজিত হবে তাদের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ম্যাচগুলো কখন শুরু হবে

 

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ম্যাচগুলো কাতারের স্থানীয় সময় দুপুর একটা, বিকাল ১০ টা, সন্ধ্যা সাতটায় এবং রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে ম্যাচগুলোর কাতারের স্থানীয় সময় ৬ টা এবং রাত ১০ টায় অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা।

Group Stage

Date Match Time
November 21 Qatar vs Ecuador 10:00 pm
November 21 England vs Iran 07:00 pm
November 21 Senegal vs Netherlands 04:00 pm
November 22 USA vs Wales 1:00 am
November 22 Denmark vs Tunisia 07:00 pm
November 23 France vs Peru/Australia/UAE 01:00 am
November 22 Mexico vs Poland 10:00 pm
November 22 Argentina vs Saudi Arabia 04:00 pm
November 23 Spain vs Costa Rica/ New Zealand 10:00 pm
November 23 Belgium vs Canada 07:00 pm
November 23 Germany vs Japan 07:00 pm
November 23 Morocco vs Croatia 04:00 pm
November 24 Uruguay vs South Korea 07:00 pm
November 24 Portugal vs Ghana 10:00 pm
November 24 Switzerland vs Cameroon 04:00 pm
November 25 Brazil vs Serbia 1:00 am
November 26 England vs USA 01:00 am
November 25 Qatar vs Senegal 07:00 pm
November 25 Wales vs Iran 04:00 pm
November 25 Netherlands vs Ecuador 10:00 pm
November 26 Poland vs Saudi Arabia 04:00 pm
November 27 Argentina vs Mexico 01:00 am
November 26 Tunisia vs Peru/Australia/UAE 04:00 pm
November 26 France vs Denmark 10:00 pm
November 27 Belgium vs Morocco 07:00 pm
November 28 Spain vs Germany 01:00 am
November 27 Croatia vs Canada 10:00 pm
November 27 Japan vs Costa Rica/ New Zealand 04:00 pm
November 28 Brazil vs Switzerland 10:00 pm
November 28 South Korea vs Ghana 07:00 pm
November 28 Cameroon vs Serbia 04:00 pm
November 29 Portugal vs Uruguay 1:00 am
November 29 Netherlands vs Qatar 09:00 pm
November 30 Wales vs England 01:00 am
November 29 Ecuador vs Senegal 09:00 pm
November 30 Iran vs USA 1:00 am
November 30 Peru/Australia/UAE vs Denmark 09:00 pm
November 30 Tunisia vs France 09:00 pm
December 1 Saudi Arabia vs Mexico 01:00 am
December 1 Poland vs Argentina 1:00 am
December 2 Japan vs Spain 01:00 am
December 1 Croatia vs Belgium 09:00 pm
December 2 Costa Rica/New Zealand vs Germany 01:00 am
December 1 Canada vs Morocco 09:00 pm
December 2 Ghana vs Uruguay 09:00 pm
December 2 South Korea vs Portugal 09:00 pm
December 3 Serbia vs Switzerland 01:00 am
December 3 Cameroon vs Brazil 1:00 am

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2nd Round (Knockout Stage)

Date Match Time
December 3 A1 vs B2 09:00 pm
December 4 C1 vs D2 01:00 am
December 4 D1 vs C2 09:00 pm
December 5 B1 vs A2 01:00 am
December 5 E1 vs F2 09:00 pm
December 6 G1 vs H2 01:00 am
December 6 F1 vs E2 09:00 pm
December 7 H1 vs G2 01:00 am

 

 

 

 

 

 

 

 

 

 

Quarter-finals

Sl. Date Match Time
1 December 9 E1 vs F2 Winner vs G1 vs H2 Winner 09:00 pm
2 December 10 A1 vs B2 Winner vs C1 vs D2 Winner 01:00 am
3 December 10 F1 vs E2 Winner vs H1 vs G2 Winner 09:00 pm
4 December 11 B1 vs A2 Winner vs D1 vs C2 Winner 01:00 am

 

 

 

 

 

 

 

Semi-finals

Date Match Time
December 14 Winners of Quarter-finals 1 & 2 01:00 am
December 15 Winners of Quarter-finals 3 & 4 01:00 am

 

 

 

 

 

 

২০২২ কাতার বিশ্বকাপের ভেন্যু কয়টি এবং কি কি?

ফুটবল বিশ্বকাপ এর আগে কখনো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হয়নি। এইবারই প্রথম ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে। 28 দিনের এই সময় সূচিতে মোট আটটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। কাতারের অসহ্য গরমের জন্য স্টেডিয়ামগুলোকে সে অনুযায়ী তৈরি করা হয়েছে।

লুসাইল আইকনিক স্টেডিয়াম

 

লুসাইল আইকনিক স্টেডিয়াম কাতারের লুসাইল শহরে অবস্থিত। প্রায় ৮০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি খুবই সুন্দর একটি স্টেডিয়াম। নভেম্বর মাসের ২২ তারিখে আর্জেন্টিনা ভার্সেস সৌদি আরবিয়া ম্যাচ নিয়ে লুসাইল আইকনিক স্টেডিয়াম এর বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ।

আলবেইট স্টেডিয়াম

আল খোর শহরে অবস্থিত প্রায় ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি অত্যান্ত দৃষ্টিনন্দন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ কাতার ভার্সেস ইকুয়েডর ম্যাচ শুরু হবে এই স্টেডিয়ামেরাজ ২১ নভেম্বের তারিখের বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচ এর সাক্ষী হতে চলেছে এই স্টেডিয়ামটি।

স্টেডিয়াম ৯৭৪

দোহাই অবস্থিত 40000 ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের 22 তারিখে মেক্সসিকো ভার্সেস পোল্যান্ড ম্যাচ দিয়ে।

আল থুমামা স্টেডিয়াম

এই স্টেডিয়ামটিও দোহাই অবস্থিত । স্টেডিয়াম এর ধারন ক্ষমতা ৪০ হাজার। এইচপি ডি এম টি তে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের ২১ তারিখে সেনেগাল ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচ এর মধ্য দিয়ে।

এডুকেশন সিটি স্টেডিয়াম

 

৪৫ হাজার ৩৫০ ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি অবস্থিত কাতারের আল রাইয়ান শহরে। ২২ শে নভেম্বর ডেনমার্ক ভার্সেস তিউনিশিয়া ম্যাচের মধ্য দিয়ে এই স্টেডিয়ামটি ফুটবল বিশ্বকাপ ২০২২ এর যাত্রা শুরু করবে।

আহমাদ বিন আলী স্টেডিয়াম

এই স্টেডিয়ামটি আল রাইয়ান শহরে অবস্থিত। স্টেডিয়ামে দর্শক ধারন ক্ষমতা ৪৪ হাজার ৭৪০ জন। ২১ শে নভেম্বর এই স্টেডিয়াম এ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

 

আল রাইয়ান শহরের এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা প্রায় ৪০ হাজার। আল রাইয়ান শহরের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ভার্সেস ইরান ।

আল জানৌব স্টেডিয়াম

আল ওয়াকরাহ শহরে অবস্থিত এই স্টেডিয়ামে দর্শক ধারন ক্ষমতা ৪০ হাজার । ২২ শে নভেম্বর স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর টিকিট কেনার পদ্ধতি

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর টিকিট অনলাইনে কেনা যাবে। অনলাইনে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর টিকিট কেনার জন্য প্রবেশ করতে হবে fifa.com/tickets এ। টিকিটের মূল্য সর্বনিম্ন ৪ পাউন্ড থেকে সর্বোচ্চ ১২২৭ পাউন্ড পর্যন্ত রয়েছে। গ্রুপ পর্বে ম্যাচগুলোর দেখার জন্য সর্বনিম্ন টিকিট খরচ ৮ পাউন্ড এবং সর্বোচ্চ ১৬৮ পাউন্ড। 

আরো দেখুনঃ  ফিফা বিশ্বকাপ ব্রাজিল ফিক্সচার , গ্রুপ, স্কোয়াড , পরবর্তী ম্যাচ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button