
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ (বিজ্ঞপ্তি – আবেদন লিঙ্ক)
সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩। সোনালি ব্যাংক প্রতিবছর দেশের গরিব ও মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে। এই নিবন্ধে আমরা সোনালি ব্যাংক শিক্ষা বৃত্তি আবেদনের নিয়ম , আবেদন প্রক্রিয়া, বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড এবং ফলাফল সম্পর্কে পুরনাঙ্গ ধারনা দিয়েছি।
“সোনালী ব্যাংক” বাংলাদেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অন্যান্য ব্যাংকের মতো সোনালী ব্যাংক প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। প্রতিবছরের ন্যায় এ বছরও সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।
সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান অসাম্য, বঞ্চনা, দারিদ্র দূরীকরণ এবং সুবিধা বঞ্চিত জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুরুত্ব বিবেচনা করে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মেধাবী দরিদ্র শিক্ষার্থী, দরিদ্র মুক্তিযোদ্ধার মেধাবী ছেলে/ মেয়ে/ নাতি/ নাতনি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে সোনালী ব্যাংক লিমিটেডের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা হয়েছে।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
বাংলাদেশের একটি বিখ্যাত সরকারি ব্যাংক সোনালী ব্যাংক এই ব্যাংক প্রতিবছর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।
সোনালী ব্যাংকের বৃত্তি প্রদানের এই কার্যক্রম বাংলাদেশে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা হিসেবে একটি বড় পাওয়া।
আমরা জানি যে, বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং অনেক শিক্ষার্থী দারিদ্রতার কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না। দেখা যায় অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষা গ্রহণের মাঝামাঝি অবস্থায় ঝরে পড়ে। প্রকৃত মেধাব ী দরিদ্র শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে ও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য সোনালী ব্যাংক সহ প্রবৃত্তির ব্যবস্থা করেছেন।
আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া ও ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং যথাযথভাবে আবেদন করতে পারবেন তাই আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
সোনালি ব্যাংক শিক্ষা বৃত্তি তথ্য ২০২৩
বৃত্তির পরিমাণ এককালীন: ১০,০০০ (দশ হাজার) টাকা।
বৃত্তির নাম : সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
বৃত্তি দাতা : সোনালী ব্যাংক লিমিটেড
আবেদনের তারিখ : ২৭-২-২০২৩ থেকে ১৮-৩-২০২৩
আবেদনের সময়সীমা: ২৭/০২/২০২৩ তারিখ থেকে ১৮/০৩/২০২৩ তারিখের মধ্যে।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।
সোনালি ব্যাংক শিক্ষা বৃত্তি আবেদনের যোগ্যতা ২০২৩
২০২২ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২০২২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এইচএসসি বা সমমান পর্যায় অধ্যানরত সাধারন শিক্ষার্থী/ মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে/ তদিয় পুত্র কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত হতে হবে।
স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থী /মুক্তিযুদ্ধার ছেলে-মেয়ে,/ তদীয় ছেলে- মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৫ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত হতে হবে।
উক্ত শিক্ষার্থীদের পিতা/ অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকার বেশি হবে না।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ প্রয়োজনীয় কাগজপত্র
প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের কে যে সকল কাগজপত্রদি সরবরাহ করতে হবে।
১। আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন এপ্লিকেশন ফর্ম।
২। বর্তমানে অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যায়ন সনদ পত্র।
৩। একাডেমিক ট্রান্সক্রিপট /সনদ
৪। নাগরিকত্ব সনদপত্র
৫। ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়ন পত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়ন পত্র।
৬। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ের ছেলেমেয়েদের জন্য উপযুক্ত প্রমাণ হিসেবে ইউপি চেয়ারম্যান/ পৌর মেয়র/ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সনদপত্র।
৭। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর /জেলা সমাজসেবা কার্যালয় /উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র।
ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার ও আবেদন পদ্ধতি
[Apply Now] ডাচ বাংলা ব্যাংক শিক্ষা উপবৃত্তি আবেদন ২০২২
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল দুই ধাপে প্রদান করে থাকে। ১. প্রাথমিক সিলেকশন রেজাল্ট। ২. ফাইনাল সিলেকশন রেজাল্ট।
অনলাইনে আবেদন করার পর যথাসময়ের মধ্যে ‘সোনালী ব্যাংক স্কলারশিপ প্রাইমারি সিলেকশন’ রেজাল্ট প্রকাশ করবে ওয়েবসাইটের মাধ্যমে। প্রাথমিকভাবে যারা সিলেকশন হবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সকল নথিপত্র পাওয়ার পরে প্রাথমিকভাবে সিলেকশন কৃতদের মধ্য থেকে ফাইনাল সিলেকশন প্রদান করবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানানো হবে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা খুব সহজে ফলাফল জানতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।
শেষ কথা
আশা করছি সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।