এসএসসি

[Suggestion] এসএসসি বাংলা ১ম পত্র  সাজেশন ২০২৩

আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর জন্য বাংলা ১ম পত্রের সাজেশন উপস্থাপন করতে যাচ্ছি। এ সাজেশনে ছাত্রছাত্রীরা সংক্ষিপ্ত সিলেবাসের  ভিত্তিতে প্রতিটি গল্প, কবিতা, নাটক ও উপন্যাসের উপর এক্সক্লুসিভ সব প্রশ্ন ও উত্তর পাবে।

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৩

পরিক্ষাঃ এসএসসি 

বিষয়: বাংলা ১ম পত্র

বিষয় কোডঃ ১০১

এসএসসি সাজেশন ২০২৩ বাংলা ১ম পত্র

দেশের বিভিন্ন ক্যাডেট কলেজ ও শীর্ষস্থানীয় স্কুল সমূহের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে এ সাজেশন তৈরি করা হয়েছে। আশা করা যায় ছাত্রছাত্রীরা এগুলো পড়লে 1 ও 2 নং সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমেন্ট পাবে। আমরা এখানে শুধু 1 ও 2 নং সৃজনশীল প্রশ্নের সাজেশন দিচ্ছি।

3 ও 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর পরীক্ষা কেন্দ্রে নিজের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে  করতে হবে।

সৃজনশীল প্রশ্নে ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নে ৩০ নম্বর থাকবে। মোট 11 টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বিভাগ থেকে সৃজনশীল অংশে কমপক্ষে ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের 10 নম্বর থাকবে।  ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন অংশ থেকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে ১ নম্বর থাকবে।

আমরা এই আর্টিকেল এর মাধ্যমে এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন 2022 থেকে শুধু প্রশ্নই না প্রয়োজনীয় উত্তরগুলোও যুক্ত করছি। প্রতিটি ছাত্র-ছাত্রীরা  প্রতিটি অধ্যায় থেকে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবে।

আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাশ নাম্বার চাচ্ছে তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সল্ভ করবে। এতে ছাত্র-ছাত্রীরা সহজেই পাশ নাম্বার  পাবে এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে চাচ্ছে তারা সকল বোর্ড প্রশ্ন সলভ করবে।

এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

এই আর্টিকেলটিতে বাংলা ১ম পত্র সাজেশন সম্পর্কে বিস্তারিত গাইড দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা যদি পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে তাহলে এসএসসি পরীক্ষা ২০২৩ এর বাংলা ১ম পত্র তাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাই পুরো পোস্টটি ভালোভাবে পড়ে আজ থেকে বাসায় প্রিপারেশন নেওয়া শুরু করে দিলে অবশ্যই এসএসসি পরীক্ষা 2022 ভালো ফলাফল নিয়ে আসবে। আমাদের এই সাইটে অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। তাই আমাদের এই সাইটে থাকুন ও দেখুন আমাদের আর্টিকেলগুলো।

এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র পরীক্ষার সময় থাকবে তিন ঘণ্টা। তার মধ্যে mcq বা সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ৩০ টি প্রশ্ন। ৩০ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। ৩০ মিনিট হয়ে গেলে mcq এর সময় দেওয়া সীট নিয়ে নিবে। নতুন খাতা দিবে। খাতার উপরে আগের মত করে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি লিখতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে মোট ১১ টি  প্রশ্ন থাকবে। এরমধ্যে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে ক, খ ও গ  ৩টি বিভাগ  থাকবে। প্রতিটি বিভাগ থেকে ২টি এবং শেষে উপন্যাস বিভাগ থেকে ১টি মোট ৭টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমভাগে অর্থাৎ ক বিভাগে কবিতাংশ থেকে ৪টি, খ বিভাগে গদ্যাংশ থেকে ৪টি এবং গ বিভাগে উপন্যাসে অংশ থেকে ৩টি মোট ১১ টি প্রশ্ন থাকবে।

নিচে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ১ম পত্রের অধ্যায়গুলোর তালিকা তুলে ধরা হল।

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন

গদ্য

 
  1. সুভা,
  2. বই পড়া,
  3. পল্লী সাহিত্য,
  4. মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম,
  5. উপেক্ষিত শক্তির উদ্বোধন,
  6. শিক্ষা ও মনুষ্যত্ব,
  7. পহেলা বৈশাখ,
  8. একাত্তরের দিনগুলি

b1-01

b1-07 b1-06 b1-05 b1-04 b1-03 b1-02

পদ্য

  1. বঙ্গবাণী,
  2. জীবন সঙ্গীত,
  3. মানুষ,
  4. পল্লী জননী,
  5. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
  6. আমার পরিচয়,
  7. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো,
  8. সাহসী জননী।

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ গদ্য অংশ

 

0101

0103 0102

 

  • প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
  • পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
  • উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?
  • কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
  • প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে? 
  • নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
  • দেওয়ানা মদিনার কবি কে?
  • পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
  • মা খিদে পেয়েছে কে বলল
  • দূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
  • নিম গাছের কি ইচ্ছা করলো?
  • নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।
  • বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
  • মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বুঝানো হয়েছে?
  • নীতির চর্চা কোথায় করতে হয়?
  • সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
  • কপোল শব্দের অর্থ কি?
  • মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
  • বনফুলের প্রকৃত নাম কি? 
  • পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • জমিদারের কাছারির কর্তাকে?
  • অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
  • জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?
  • রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
  • প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
  • মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
  • যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
  • প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
  • অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
  • শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
  • মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
  • মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
  • দুর্গার বাবার নাম কি?
  • কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন কবিতা অংশ

  • বিমুখ প্রান্তরে অর্থ কি
  • মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে
  • যত্রতত্র শব্দের অর্থ কি
  • অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে কেন।
  • কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি
  • কপোতাক্ষকের দুগ্ধস্রোতরূপি বলেছেন কেন
  • সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
  • রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
  • দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে- ব্যাখ্যা কর।
  • কবি সিকান্দার আবু জাফর এর মতে মানুষ কিভাবে নিজের আয়ু কমায়
  • আশা কবিতাই প্রতিবেশীর আধার ঘরে আলো জালানো বলতে কী বোঝানো হয়েছে
  • পল্লীজননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
  • চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি
  • দুঃছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি ব্যাখ্যা কর
  • সনেটের ষষ্টকে কি প্রকাশ পায়?
  • জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে কী বোঝানো হয়েছে?
  • মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত
  • ঐ মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় ভুখারীর এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা কর।
  • মোল্লা মুসাফির কে কোথায় গিয়ে মরতে বলেছেন
  • হায় রে ভজনালয় বলতে কবি কী বুঝিয়েছেন
  • আর কি হে হবে দেখা এখানে কে কাকে প্রশ্ন করেছে
  • বারি রূপ কর বলতে কবি কী বুঝিয়েছেন
  • হিন্দুর অক্ষর কি 
  • আরবি ফারসি হিন্দে নাই দুই মত বলতে কি বুঝানো হয়েছে
  • সংসার সমরাঙ্গনে কেন
  • কবি কেন কালাপাহাড় কে আহবান জানিয়েছেন
  • মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  • ফটিক জল অর্থ কি
  • কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন
  • বহু দেশেকবি কি দেখেছেন
  • কোথা থেকে তুমি এলেএ জিজ্ঞাসা কেন?

 

আরো দেখুনঃ  এসএসসি গনিত সাজেশন ২০২৩ পিডিএফ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button