এসএসসি

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ [সকল বোর্ড]

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২। যাদের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি তারা বোর্ড চ্যালঞ্জ বা খাতা পুনরায় চেক করার জন্য আবেদন করতে পারো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয় । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একটি বিজ্ঞপ্তিতে জানায় যারা এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে চায় তারা ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদনের সুযোগ পাবে। এর পরে আবেদন করা খাতা গুলো পুনরায় চেক করে পরবর্তীতে ফলাফল প্রকাশ করা হবে। 

একই সাথে কিভাবে শিক্ষার্থীরা এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাই যারা এসএসসি পরিক্ষায় আশানরুপ ফলাফল পাওনি এবং বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তারা এই নিবন্ধটি সম্পূর্ণ পড়। এই নিবন্ধ পড়ে এসএসসি বোর্ড চ্যালঞ্জ নিয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবে। 

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার তারিখ ২০২২

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৮ নভেম্বর ২০২২ তারিখে । এর একদিন পরে থেকেই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদনের সুযোগ পাচ্ছে। ২৯ নভেম্বর থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২২

শুরুর তারিখ ২৯ নভেম্বর ২০২২
শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২২

যেসকল শিক্ষার্থী এসএসসি ফলাফল বোর্ড চ্যালঞ্জ করতে ইচ্ছুক তারা নিম্নক্ত পদ্ধতিতে বোর্ড চ্যালঞ্জ করতে সক্ষম হবে। 

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

টেলিটক প্রিপেইড নম্বর থেকে নিচের নিয়মে ম্যাসেজ করে আবেদন করতে হবে। 

RSC<space>Board’s First 3 Letter<space> Roll Number <Space> Subject Code

এরপর পাঠিয়ে দিন  প্রিপেইড টেলিটক  সিম হতে 16222  নাম্বারে।

  • এবার টেলিটক থেকে ট্র্যাকিং নং সহ Message গ্রহণের একটি বার্তা আসবে।
  •  একাধিক বিষয় নীরিক্ষণ করতে বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে যেমন- 101,107,109,127
  • ফি প্রতি পত্র ১২৫/- একশত পঁচিশ টাকা মাত্র (চার্জ প্রযােজ্য)

এসএসসি পরীক্ষার পরীক্ষার বিষয় কোড ২০২২

  • BANGLA – 101
  • ENGLISH – 107
  • MATHEMATICS – 109
  • GEOGRAPHY AND ENVIRONMENT – 110
  • ISLAM AND MORAL EDUCATION – 111
  • HIGHER MATHEMATICS – 126
  • SCIENCE – 127
  • AGRICULTURE STUDIES – 134
  • PHYSICS – 136
  • CHEMISTRY – 137
  • BIOLOGY – 138
  • CIVICS AND CITIZENSHIP – 140
  • BUSINESS ENTREPRENEURSHIP – 143
  • ACCOUNTING – 146
  • PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
  • HOME SCIENCE – 151
  • FINANCE AND BANKING – 152
  • HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
  • INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
  • CAREER EDUCATION – 156

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নোটিশ ২০২২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুননিরিক্ষন বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গুলো নোটিশ নিয়েছে এবং কিভাবে এসএসসি খাতা বোর্ড চ্যালেঞ্জ করা যায় তার নিয়মাবলি জানিয়েছে। নোটিশটি নিচে দেয়া হলো।

SSC-Board-challenge-notice-2022

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ঢাকা বোর্ড ২০২২

যারা ঢাকা বোর্ড থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলে কিন্তু পরিক্ষা ভালো হওয়ার পরও ফলাফল ভালো হয়নি তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য উপরে দেয়া পদ্ধতি অনুসরন করতে হবে। 

 

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনে শেষের ২০/২৫ দিনের মধ্যে খাতা গুলো চেক করে ফলাফল প্রকাশ করা হয় । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ প্রকাশিত হলে তা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল কবে দিবে জানতে দেখুন “এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ কবে দিবে? “এই নিবন্ধটি এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আরো বিস্তারিত জানুন “এসএসসি বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি ২০২২” এই নিবন্ধ থেকে। 

শেষ কথা

আশা করছি এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button