
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি ২০২২ । এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি ২০২২
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি ২০২২ । এসএসসি ফলাফল ২০২২ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং অনেকেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাননি। যাদের এসএসসি পরিক্ষা ভালো হওয়া সত্ত্বেও এসএসসি পরিক্ষার ফলাফল খারাপ এসেছে তারা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারেন । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজন হবে এসএসসি পরিক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এসএসসি পরিক্ষার যে বিষয়ে কাঙ্খিত ফলাফল আসেনি সে বিষয়ের বিষয় কোড প্রয়োজন হবে। এসএসসি ফলাফল খারাপ হলে বা এসএসসি পরিক্ষার যে বিষয়ে খারাপ ফলাফল এসেছে সে বিষয়ের বিশয়কোড জেনে করা যাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ করলে আপনার ফলাফল পরিবর্তন হবেই বা ফলাফল আরো ভালো হবে এই ধারনা সঠিক নয়। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের পর যে সকল বিষয়ে আবেদন করা হয় সে বিশয়গুলোর খাতার নম্বর পুনরায় যাচাই করা হয়। খাতার কোনো অংশে শিক্ষক যদি নাম্বার দিতে ভুল করেন তাহলে সে ভুল সংশোধন করা হয়। এর ফলে কোনো এসএসসি শিক্ষার্থীর খাতায় যদি নম্বর দিতে ভুল হয় তাহলে তা ঠিক করার পর পুনরায় গননা করা হয়। এর ফলে যাদের ফলাফল ভুলবশত খারাপ হয়েছে তাদের ফলাফল ভালো আসে। এ কারনেই যারা ভালো পরিক্ষা দিয়েও ফয়ালফল খারাপ এসেছে তাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত।
এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে?
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করা যায় এসএসসি ফলাফল প্রকাশের পরে। এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশের পর যে সকল শিক্ষার্থী আশানরুপ ফলাফল পায়না তারা এক বা একাধিক সাব্জেক্টে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরিক্ষনের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে এবং কিভাবে নিজে নিজে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন ? অনেকেই এসএসসি পরিক্ষা ভালো দিলেও ফলাফল প্রকাশের সময় এসএসসি ফলাফল আশানরুপ হয়না একারনে এসএসসি পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে চায়। এ প্রক্রিয়া খাতা চ্যালেঞ্জ নামেও পরিচিত। এসএসসি পরিক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশের পর খারাপ ফলাফল দেখে অনেকে ঘাবড়ে যান। তবে যাদের ফলাফল আশানরুপ আসেনি তারা ফহরে বসে নিজেরাই মোবাইল বা কম্পিউটার দিয়ে খুবসহজে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবেন।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নোটিশ ২০২২
এসএসসি ফলাফল প্রকাশের পর পরই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করে শিক্ষাবোর্ড। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ যারা করবেন তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে এই নোটিশটি ভালো ভাবে দেখে নিবেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ভুল ভাবে করা হলে পরবর্তীতে তা শোধরানোর কোনো সুযোগ থাকেনা । এসএসসি পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতিটি বেশ জটিল এমনটা অনেকেই মনে করলে আসলে এই পদ্ধতিটি অনেক সহজ। নিচের অংশে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নোটিশ ২০২২ সংযুক্ত করা হলো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নোটিশটি ভালো ভাবে পড়বেন এবং দেখে নিবেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর শুরুর তারিখ এবং সঠিক পদ্ধতি। এছাড়া এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতি বিষয়ে কত টাকা লাগে তা জানতে পারবেন এই নোটিশ থেকে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি ২০২২
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে শিক্ষাবোর্ড গুলো থেকে আলাদা একটি নোটিশ প্রকাশ করা হয় যে নোটিশে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ শুরুর তারিখ এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জ শেষের তারিখ জানানো হয়। সকল বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার সময় একই নির্ধারণ করা হয় এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল একই সাথে প্রকাশিত হয়।
এসএমএস এর মাধ্যমে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি ২০২২
যারা ২০২২ সালে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছেন এবং ইতিমধ্যে তাদের এসএসসি ফলাফল পেয়ে গেছেন তারা এসএমএস এর মাধ্যমে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।
RSC<space>Board’s First 3 Letter<space> Roll Number <Space> Subject Code
এরপর পাঠিয়ে দিন প্রিপেইড টেলিটক সিম হতে 16222 নাম্বারে।
- এবার টেলিটক থেকে ট্র্যাকিং নং সহ Message গ্রহণের একটি বার্তা আসবে।
- একাধিক বিষয় নীরিক্ষণ করতে বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে যেমন- 101,107,109,127
- ফি প্রতি পত্র ১২৫/- একশত পঁচিশ টাকা মাত্র (চার্জ প্রযােজ্য)
এসএসসি পরীক্ষার পরীক্ষার বিষয় কোড ২০২২
- BANGLA – 101
- ENGLISH – 107
- MATHEMATICS – 109
- GEOGRAPHY AND ENVIRONMENT – 110
- ISLAM AND MORAL EDUCATION – 111
- HIGHER MATHEMATICS – 126
- SCIENCE – 127
- AGRICULTURE STUDIES – 134
- PHYSICS – 136
- CHEMISTRY – 137
- BIOLOGY – 138
- CIVICS AND CITIZENSHIP – 140
- BUSINESS ENTREPRENEURSHIP – 143
- ACCOUNTING – 146
- PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
- HOME SCIENCE – 151
- FINANCE AND BANKING – 152
- HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
- INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
- CAREER EDUCATION – 156
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২২
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন এর শেষ তারিখ হতে ১ মাস পর প্রকাশিত হয়। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২২ প্রকাশিত হলে এই অংশে দেখা যাবে। এখানে পিডিএফ আকারে সকল বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২২ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ডাউনলোড করতে সক্ষম হবে।
শেষ কথা
আশা করছি যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা উপরের অংশটি সম্পূর্ণ পড়ে বোর্ড চ্যালেঞ্জ বা এসএসসি খাতা পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন কিভাবে করে তা জেনে গেছেন । তবে কোনো কারনে যদি আপনার উপরের পদ্ধতিটি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন । resultinsiderbd.com টিম আপনাদের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।