
আপনারা যারা ২০২৩ সালে এসএসসি পাস করেছেন, তারা অনেকেই চাচ্ছেন একটি ভালো কলেজে ভর্তি হতে। কিন্তু অনেকেরই জানা নাই সেরা কলেজগুলোর নামও ঠিকানা। আপনাদের কাঙ্খিত চাহিদা পূরণ করার জন্যই আমাদের এই আর্টিকেল। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা যারা উচ্চমাধ্যমিক শ্রেণীতে ঢাকার একটি সেরা কলেজে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য দেওয়া আছে কলেজের নাম, ঠিকানা, ভর্তির যোগ্যতা ও কোন কোন বিষয়ে পড়ানো হয় তার বিস্তারিত তথ্য।
এসএসসি পাস করার পরে শিক্ষার্থীদের সবথেকে বড় একটি চ্যালেঞ্জ থাকে একটি ভালো কলেজে ভর্তি হওয়া। কিন্তু ঢাকার মধ্যে অনেক কলেজের ভিতরে কোনটা আপনার জন্য সেরা, সেটা বেছে নিতে বেশ বেগ পেতে হবে। যে আমাদের এই আর্টিকেলটি আপনাকে অনেকটা সহযোগিতা করে বিষয়টিকে সহজ করে দিবে।
এসএসসির রেজাল্টের পরেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের একটি বড় টেনশন থাকে ভালো কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়। তার জন্য সকলেই বিভিন্ন মাধ্যমে ভালো কলেজের খোঁজখবর নিতে শুরু করে।
আমরা এখানে ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো
ঢাকার সেরা ১০ টি কলেজ এর তালিকা
- ঢাকা কলেজ
- নটরডেম কলেজ
- রাজউক উত্তরা মডেল কলেজ
- ভিকারুননিসা নুন কলেজ
- ঢাকা সিটি কলেজ
- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
- ঢাকা কমার্স কলেজ
- সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
- ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা
- বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা।
১. ঢাকা কলেজ
* প্রতিষ্ঠাকাল- ১৮৪১ সাল
* ঠিকানা- মিরপুর রোড, নিউমার্কেট, ধানমন্ডি, ঢাকা ১২০৫.
* ওয়েবসাইট- www.dhakacollege.edu.bd
* ইমেইল- info@dhakacollege.edu.bd
* ফোন নাম্বার- ০২-৮৬১৮৩৫০, ৮৬১৮৭০৭, ৮৬৫২২২৩,৮৫১১৩৫৪
* কারা পড়তে পারবে- শুধু ছেলেরা।
* যে সকল বিষয় পড়ানো হয়:-
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতক উত্তর পর্যায়ে পড়াশোনা হয়। এখানে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি দর্শন ইত্যাদি বিষয়ে পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা :-
উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হলে, মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০ থাকতে হবে, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৪.৭৫ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ ৪.৫০ থাকতে হবে।
২. নটরডেম কলেজ
* প্রতিষ্ঠাকাল :- ৩ নভেম্বর ১৯৪৯
* ঠিকানা :- টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১০০০।
* ওয়েবসাইট :- www.notredame.ac.bd
* ইমেইল- info@notredame.ac.bd
* ফোন নাম্বার- 02-7192325,হেল্প লাইন নাম্বার: 01933322530-32, 01967607777 (সকাল ৮টা-বিকাল ৫ টা)
* কারা পড়তে পারবে- শুধু ছেলেরা।
যে সকল বিষয় পড়ানো হয় :- এটি একটি সেরা বেসরকারি কলেজ। এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক তিন বিষয়ে পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা:- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগের জিপিএ ৪ এবং মানবিক বিভাগের জিপিএ ৩ থাকতে হবে।
৩. রাজউক উত্তরা মডেল কলেজ
* প্রতিষ্ঠাকাল- ১৯৯৪ সাল
* ঠিকানা- রোড#৩, সেক্টর#৬, উত্তরা, ঢাকা
* ওয়েবসাইট- www.rajukcollege.net
* ইমেইল- reumc1994@gmail.com
*ফোন নাম্বার- 02-8918196, 8954676, 8912780-115
* কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
যে সকল বিষয় পড়ানো হয়- উচ্চমাধ্যমিক পর্যায় সব বিষয় পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৪.০০ থাকতে হবে।
৪. ভিকারুননিসা নুন কলেজ
* প্রতিষ্ঠাকাল- ১৯৫২সাল
* ঠিকানা- ১/এ, বেইলি রোড, ঢাকা- ১০০০।
* ওয়েবসাইট- www.vnscbd.edu.bd
* ইমেইল- vnse-bd@yahoo.com
* ফোন নাম্বার- 88-8350500, 9348266
* কারা পড়তে পারবে- শুধু মেয়েরা
যে সকল বিষয় পড়ানো হয়:- উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় ছাত্রী ভর্তি করানো হয়।
ভর্তির যোগ্যতা:- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।
৫. ঢাকা সিটি কলেজ
* প্রতিষ্ঠাকাল:- ১৯৫৭ সাল।
* ঠিকানা:- রোড নং ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫।
* ওয়েবসাইট:- www.dhakacitycollege.edu.bd
* ইমেইল- dhakacitycollege1250@gmail.com
* ফোন নাম্বার:- 88-02-9675529
* কারা পড়তে পারবে:- ছেলে ও মেয়ে উভয়ই।
যে সকল বিষয় পড়ানো হয় :- এখানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় পড়ানো হয়। ।
ভর্তির যোগ্যতা:- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.০০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
৬. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
* প্রতিষ্ঠাকাল :- ১৬ ফেব্রুয়ারি ১৯৬০ সাল
* ঠিকানা :- ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
* ওয়েবসাইট :- www.acc.edu.bd
* ইমেইল :- info@acc.edu.bd / adamjeeschool@gmail.com
* ফোন নাম্বার :- 02-8872446 , 88-02-9834876
* কারা পড়তে পারবে :- ছেলে ও মেয়ে উভয়
যে সকল বিষয় পড়ানো হয় : – উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে।
ভর্তির যোগ্যতা :- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৭২ থাকতে হবে। সেনা সদস্যদের ছেলে মেয়ে ভর্তির জন্য এখানে আলাদা কোটা রয়েছে।
৭. ঢাকা কমার্স কলেজ
* প্রতিষ্ঠাকাল :- ১৯৮৯ সাল।
* ঠিকানা:- সেকশন#২, মিরপুর, ঢাকা-১২১৬।
* ওয়েবসাইট:- www.dcc.edu.bd
* ইমেইল:- cdhakacommercecollege@yahoo.
* ফোন নাম্বার :- 48033903, 48036942, 48037357
* কারা পড়তে পারবে :- ছেলে ও মেয়ে উভয়ই।
যে সকল বিষয় পড়ানো হয়:- এখানে উচ্চ মাধ্যমিক কমার্সের সকল বিষয় পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা :- উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে জিপিএ ৪ থাকতে হবে।
৮. সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
* প্রতিষ্ঠাকাল :-১৯৮৬ সাল।
* ঠিকানা:- ৩৪/বি, ফার্মগেট। তেজতুরি বাজার রোড, ঢাকা-১২১৫।
* ওয়েবসাইট:- www.govtsciencecollege.com
* ইমেইল:- gsc 1954@yahoo.com
* ফোন নাম্বার : – 02-9113962, 8122817
* কারা পড়তে পারবে :- শুধু ছেলে।
যে সকল বিষয় পড়ানো হয় :- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় শুধু বিজ্ঞান বিভাগ পড়ানো হয়। একসময় বানিজ্য শাখা থাকলেও। বর্তমানে শুধু বিজ্ঞান বিভাগ রয়েছে।
ভর্তির যোগ্যতা:- বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ থাকলে ভর্তি হতে পারবেন।
৯. ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা
* প্রতিষ্ঠাকাল:- ২০০১ সাল
*ঠিকানা:- খিলগাও, ঢাকা।
* ওয়েবসাইট:- www.nationalidealschool.edu.bd
* ইমেইল:- info@nationalidealschool.edu.
* ফোন নাম্বার:- 02-55120299
* কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই
যে সকল বিষয় পড়ানো হয়:- এখানে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা :- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।
১০. বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা।
* প্রতিষ্ঠাকাল :- ১ জানুয়ারি, ১৯৮৪ সাল।
* ঠিকানা:- পিলখানা রোড, বিজিবি হেড কোয়ার্টার।
* ওয়েবসাইট :- www.abdurroufcollege.ac.bd
* ইমেইল :- info@abdurroufcollege.ac.bd
* ফোন নাম্বার :- 02-58616448
* কারা পড়তে পারবে :- ছেলে ও মেয়ে উভয়ই।
যে সকল বিষয় পড়ানো হয় :- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে পাঠদান করা হয়। এছাড়া এখানে ডিগ্রি কোর্স ও চালু আছে।
ভর্তির যোগ্যতা:- বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ ৫ থাকতে হবে, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৩.১৭ ও মানবিক বিভাগে জিপিএ ২.৭৮ থাকতে হবে। এখানে বিজিবি সদস্যদের ছেলে মেয়ের জন্য বিজ্ঞান বিভাগে ৪.৮০, বাণিজ্য বিভাগে ৩ এবং মানবিক বিভাগে ২.৫০ থাকতে হবে।
শেষ কথা
আশা করছি ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।