প্রযুক্তি
ট্রেন্ডিং

আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২ [টেলিটক, গ্রামীনফোন,রবি,এয়ারটেল,বাংলালিংক] ডায়াল কোড,তালিকা

আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২। গ্রামিনফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২। রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২। সকল অপারেটরের মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ ২০২২। গ্রামিনফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ ২০২২। রবি মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ ২০২২। টেলিটক মেয়াদহীন 

আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সকল মোবাইল অপারেটর আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হতে দেখা গেছে, টেলিটক অনেক আগে থেকেই আনলিমিটেড ডাটা প্যাকেজ সার্ভিস চালু করেছিল। টেলিটকের পর এবার গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক  এর মত অপারেটররাও চালু করল আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ । যদিও আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ হিসেবে চালু হলো এই প্যাকেজ গুলো কিন্তু এগুলোর মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন। এর পূর্বে টেলিটক যে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করেছিল যা বর্তমানে চালু আছে তার মেয়াদ ১৪ বছর। ১৪ বছরকে আনলিমিটেড বলা গেলেও ১ বছর কে নিশ্চয়ই আনলিমিটেড বলা যায়না

আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

তবে যারা ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন তাদের কাছে এক বছর মেয়াদ মানে অনেক কিছু। তবে সে ক্ষেত্রেও রয়েছে কিছু সীমাবদ্ধতা এবং অনেক শর্ত। পূর্বের ইন্টারনেট প্যাকেজ গুলো তো একমাস সর্বোচ্চ দুই মাস মেয়াদ দেওয়া হতো সে ক্ষেত্রে মেয়াদ শেষের পর ইন্টারনেট থেকে গেলেও সেগুলো আর ব্যবহার করা যেত না। এতে করে গ্রাহক ভোগান্তি অনেক বেড়ে যায়। শেষ পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ বা মেয়াদহীন ডাটা প্যাকেজ চালু করল বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো। একই সাথে তাদের চালু আছে মাস ভিত্তিক ইন্টারনেট প্যাকেজ এবং আনলিমিটেড বা বছরভিত্তিক ইন্টারনেট প্যাকেজ।

মেয়াদহীন ডাটা প্যাকেজ ২০২২

পূর্বে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর যে সকল অফার ছিল সে অফার গুলো পরিবর্তন করা হয়নি বরং তার সাথে আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ এর অফারটি যুক্ত হয়েছে। অনেকে আনলিমিটেড ডাটা প্যাকেজের এই অফারটি চালু করায় খুশি আবার অনেকে এক বছর মেয়াদ দেওয়ায় সমালোচনাও করেছেন। তবে যারা অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করেন না এবং কম ইন্টারনেটে অনেক দিন পর্যন্ত মেয়াদ চান তাদের জন্য অবশ্যই এটি একটি ভাল সার্ভিস। তবে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের দাম কিছু কিছু অপারেটর অনেক বেশি করেছে সে কারণে আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ নিতে গ্রাহকরা খুব বেশি আগ্রহী নয়। টেলিটক গ্রাহকদের জন্য সুখবর হল প্রথমত টেলিটক তাদের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ১৪ বছর রেখেছে। দ্বিতীয়ত টেলিটক এর আনলিমিটেড ইন্টারনেট খরচ বাংলাদেশের হিসেবে সবচেয়ে কম।

টেলিটক আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

টেলিটক সর্বপ্রথম বাংলাদেশে ডাটা ইন্টারনেট প্যাকেজ চালু করে। টেলিটক এর মেয়াদহীন এই ডাটা প্যাকেজ গুলো কিভাবে কিনতে হবে এবং কিভাবে ব্যবহার জানতে হবে তা নিচের অংশে দেওয়া আছে। টেলিটক বাংলাদেশের বহুল প্রচলিত একটি মোবাইল অপারেটর। বর্তমানে অনেক কম টাকায় অনেক ভালো সার্ভিস প্রদান করছে টেলিটক। টেলিটক এর আনলিমিটেড ডাটা প্যাকেজ গুলোর মেয়াদ ১৪ বছর। একজন ইন্টারনেট ব্যবহারকারী ১৪ বছরে তার চেনা ইন্টারনেট প্যাকেজ গুলো নিশ্চয়ই শেষ করে ফেলতে পারবেন। টেলিটক অপারেটর এর সকল আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ এর তালিকা এখানে সংযুক্ত করা হলো

Teletalk-Bangladesh-Limited-svg

টেলিটক মেয়াদহীন ডাটা প্যাকেজ ২০২২

অফারঃ ১২৭ টাকায় ৬জিবি

ইন্টারনেটঃ ৬ জিবি

মেয়াদঃ আনলিমিটেড (১৪ বছর)

ডায়াল কোডঃ*১১১*১২৭#

 

অফারঃ ৩০৯ টাকায় ২৬জিবি

ইন্টারনেটঃ২৬ জিবি

মেয়াদঃ আনলিমিটেড (১৪ বছর)

ডায়াল কোডঃ​​*১১১*৩০৯#

 

গ্রামীণফোন আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

গ্রামীণফোন বাংলাদেশের একটি বড় মোবাইল অপারেটর। দেশের সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে গ্রামীণফোনের। গ্রামীণফোন চালু করেছে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। তবে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ বলা হলো এই প্যাকেজের মেয়াদ থাকছে 365 দিন বা এক বছর। তবে একজন ইন্টারনেট ব্যবহারকারী নিশ্চয়ই এক বছরের মধ্যে তার কেনা ডাটা প্যাকেজ শেষ করে ফেলতে পারবেন। গ্রামীণফোনের আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ কেনার কোড সহ যাবতীয় তথ্য এখানে সংযুক্ত করা হলো

Grameenphone-Logo-GP-Logo-svg

গ্রামিনফোন মেয়াদহীন ডাটা প্যাকেজ ২০২২

অফারঃ৪৪৯ টাকায় ৫ জিবি 

ইন্টারনেটঃ৫ জিবি

মেয়াদঃ ১ বছর (৩৬৫ দিন)

ডায়াল কোডঃ*১২১*৩০৮৯#

 

অফারঃ১০৯৯ টাকায় ১৫ জিবি

ইন্টারনেটঃ ১৫ জিবি

মেয়াদঃ ১ বছর (৩৬৫ দিন)

ডায়াল কোডঃ*১২১*৩০৮৮#

রবি আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

রবি ও দিচ্ছে ৩৬৫ দিন মেয়াদের ডাটা ইন্টারনেট প্যাকেজ। রবি ব্যবহারকারী প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা রবির এই 365 দিন মেয়াদের ইন্টারনেট ডাটা প্যাকেজ কিনতে সক্ষম হবেন। যারা ইন্টারনেট এর মেয়াদ অনেক বেশি দিন চাচ্ছিলেন তাদের জন্য এটি একটি সুখবর। এছাড়া রবি ব্যবহারকারীরা অন্যান্য ব্যবহারকারীদের তুলনায় কিছুটা কম খরচে ইন্টারনেট প্যাকেজ পাচ্ছেন। রবি আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ এর তালিকা নিচে সংযুক্ত করা হলো

Logo-of-Robi-Axiata-svg

রবি মেয়াদহীন ডাটা প্যাকেজ ২০২২

অফারঃ৩১৯ টাকায় ১০ জিবি

ইন্টারনেটঃ ১০ জিবি

মেয়াদঃ ১ বছর (৩৬৫ দিন)

ডায়াল কোডঃনেই ( ৩১৯ টাকা রিচার্জ করলে অটোমেটিক এক্টিভেট হবে) 

 

এয়ারটেল আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

 

এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। আনলিমিটেড বলা হলেও মেয়াদ থাকবে 365 দিন। এয়ারটেলের এই সকল ইন্টারনেট অফার গুলো এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড ব্যবহারকারীরা নিতে পারবে। এয়ারটেল মেয়াদহীন ডাটা প্যাকেজ এর তালিকা এবং কোড নিচের অংশে সংযুক্ত করা হলো।

Airtel-Bangladesh-Logo-wine

বাংলালিংক আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২

বাংলালিংক চালু করেছে তাদের আনলিমিটেড ডাটা ইন্টারনেট প্যাকেজ ২০২২। বাংলালিংক গ্রাহকরা এই ডাটা ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন। এক বছর বা ৩৬৫ দিন মেয়াদের এই ডাটা ইন্টারনেট প্যাকেজ গ্রাহকদের জন্য অনেক ভালো একটি সার্ভিস। যে সকল প্রিপেইড এবং কল এন্ড কন্ট্রোল গ্রাহকরা বাংলালিংক-এর সার্ভিসের আওতায় রয়েছে তারা এই অফার গুলো নিতে পারবেন।এবং ডায়াল করুন নিচের অংশে সংযুক্ত করা হলো।

Logo-of-Banglalink-svg

অফারঃ৩০৬ টাকায় ৫ জিবি

ইন্টারনেটঃ ৫ জিবি

মেয়াদঃ ১ বছর (৩৬৫ দিন)

ডায়াল কোডঃ১২১*৩০৬# 

 

আরো দেখুনঃ  জিপি এসএমএস কোড ২০২২ । কিভাবে গ্রামিনফোন এসএমএস কিনবেন জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button