ভর্তি

কোন কলেজে কত পয়েন্ট লাগবে জেনে নিন – একাদশ শ্রেণী ভর্তি ২০২২-২০২৩

একাদশ শ্রেণী ভর্তি আবেদন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে । যারা ২০২২ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন । একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হওয়ায় শিক্ষার্থীরা নিজেরা অথবা কম্পিটারের দোকান থেকে একাদশ ভর্তির আবেদন করতে পারবেন । কিন্তু এ সময়ে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি জানার আগ্রহ থাকে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে। 

এসএসসি পরিক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর কলেজ ভর্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি প্রায় সকলেরই জানা। একটি ভালো মানের কলেজে ভর্তি হতে হলে অবশ্যই ভালো জিপিএ প্রয়োজন। যারা একাদশ শ্রেণীতে আবেদন করবেন তারা আবেদন ফি প্রদান করে সর্বনিম্ন ৫ টি এবং সরবোচ্চ ১০ টি কলেজ চয়েজ দিতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোন কোন কলেজ চয়েজ দিবে তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে। 

শিক্ষার্থীরা যদি তাদের এসএসসি পরীক্ষার জিপিএ অনুযায়ী তাদের কলেজ চয়েজ দেয় তাহলে প্রথম মেধা তালিকায় তাদের পছন্দের কলেজ চলে আসে। কিন্তু অনেকেই তাদের জিপিএ অনুযায়ী কলেজ চয়েজ না দিয়ে অনেক সমস্যার মুখোমুখি হয়। 

বিগত বছর গুলোতে অনেকেই ১ম ও ২য় মেধা তালিকায় কলেজ পায়নি কারন তারা তাদের জিপিএ অনুযায়ী কলেজ চয়েজ দেয় নি। তাই যারা এই নিবন্ধ পড়ছো তাদের জন্য আমার অনুরোধ থাকবে তোমরা কলেজ চয়েজ দেয়ার আগে অবশ্যই কলেজ চয়েজ এর শর্তগুলো জেনে নিবে। প্রয়োজনে আমাদের কাছে প্রশ্ন করতে পারো । এছাড়া কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারো একাদশ শ্রেনি ভর্তি আবেদন ২০২৩ । নোটিশ সহ সম্পূর্ণ ভর্তি আবেদন পদ্ধতি ২০২৩ এই নিবন্ধ থেকে।

নিচের অংশে আমরা বোর্ড অনুযায়ী কলেজ তালিকা দিয়েছি এবং এখানে থেকে তোমরা আরো পেয়ে যাবে কলেজ কোন কলেজ এ কত পয়েন্ট লাগবে তার সমস্ত তথ্য। তুমি নিচের অংশ থেকে কলেজ দেখে দেখে নিচের জিন্য ৫-১০ টি কলেজ একটি লিস্ট বানিয়ে নিতে পারো । অথবা তোমার পছন্দের কলেজগুলোতে কত পয়েন্ট প্রয়োজন হবে তা জেনে নিতে পারো। 

ঢাকা বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন ঢাকা বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1NLM3GpsWWTd8G1fb8Ww6bJr8L7Muogw7/view?usp=drivesdk

এই পিডিএফ ফাইল থেকে আপনারা খুব সহজেই ঢাকা বোর্ডের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট বা নম্বর প্রয়োজন তা জানতে পারবেন।

রাজশাহী বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন রাজশাহী বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1NYCMui-H9utzZJOHcCQLuOUp_KGeU0QO/view?usp=drivesdk

নিচের লিংকে ক্লিক করে আপনি এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এবং জানতে পারবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট বা নম্বর প্রয়োজন হবে।

কুমিল্লা বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন কুমিল্লা বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1NH48Edu_gfJYvoGI8hJToo4R1HTklWrk/view?usp=drivesdk

এই লিংকে ক্লিক করে খুব সহজেই জানতে পারবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট বা নাম্বার প্রয়োজন হবে।

চট্টগ্রাম বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন চট্টগ্রাম বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1NAqIXDwyKe5Qw8I3kZtr8dCLNYAVTMc_/view?usp=drivesdk

উপরের লিংকে ক্লিক করে এ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে জেনে নিতে পারবেন কোন কলেজে ভর্তি হতে কত নম্বর বা কত পয়েন্ট প্রয়োজন হবে।

সিলেট বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন সিলেট বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1Ng2WypJn74OnQMjldt6IuYbHDUEpVxdt/view?usp=drivesdk

অবশ্যই আবেদনের পূর্বে এই লিস্ট দেখে নিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য আবেদন করবেন।

বরিশাল বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন বরিশাল বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1Nf_8vIU_B9PLv4676qzHCEiUUcJYTzwd/view?usp=drivesdk

এই লিংকে ক্লিক করে খুব সহজেই আপনারা উত্তর পিডিএফ ফাইল ডাউনলোড করে জেনে নিতে পারবেন বরিশাল বোর্ডের অধীনস্থ সরকারি এবং বেসরকারি কলেজ সমূহে ভর্তির যোগ্যতা।

দিনাজপুর বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন দিনাজপুর বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1Nhylpse7x_md6-3xoIbUqFStNDm4C-Tf/view?usp=drivesdk

উক্ত লিংকে ক্লিক করে আপনার ডিভাইস বা কম্পিউটারে পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে এবং সেখান থেকে আপনি প্রতিটি প্রতিষ্ঠানের এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্যতা জানতে পারবেন।

যশোর বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন যশোর বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1Nc8NYOXL5zIYFiDihgWfnJSYRtWHaRnV/view?usp=drivesdk

এই লিংক থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে জেনে নিন সরকারি এবং বেসরকারি কলেজ সমূহে ভর্তির ন্যূনতম যোগ্যতা।

ময়মনসিংহ বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

নিচের লিঙ্ক এ ক্লিক করে জেনে নিতে পারবেন ময়মনসিংহ বোর্ডের অধিনে যে কলেজ গুলো আছে সেগুলোর ঠিকানা ( জেলা ,থানা) EIIN নম্বর ,কলেজ গুলোর পুরো নাম , শিফট, ভার্শন, বিভাগ, লিঙ্গ , সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন এবং কোন কলেজে কত আসন সংখ্যা। 

https://drive.google.com/file/d/1NnF5AweEbc2pnxKA-segRidklGpwe4Z2/view?usp=drivesdk

শেষ কথা

আশা করছি কোন কলেজে কত পয়েন্ট লাগবে এ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। কোন কলেজে কত পয়েন্ট লাগবে সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করুন। এই নিবন্ধের কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, Result Insider BD টিম আপনার সমস্যার সমাধান করতে সবসময় চেষ্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button